কলকাতা: বিচার বিভাগ (Department of Justice) থেকে উধাও ফাইল। মেয়াদ পূর্তির আগেই বন্দি মুক্তির সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের (High Court)।
স্টেট সেন্টেন্স (State Sentence) রিভিউ বোর্ড (Review Board) বন্দিকে (Prisoner released) মেয়াদ পূর্তির আগেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তা কার্যকর না হওয়ায় আদালত অবমাননার মামলা। যে মামলার শুনানিতে জানা যায় বিচার বিভাগ থেকে সম্পর্কিত ফাইল উধাও।
আরও পড়ুন: মহিলারাও কি ‘নাগা সাধু’ হতে পারেন?
বন্দিকে মুক্তি দেওয়ার ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নেওয়ার পর তা কার্যকর করা নেহাতই আনুষ্ঠানিক ব্যাপার। কিন্তু সেটাই কার্যকর হচ্ছিল না দীর্ঘদিন ধরে। সেই সূত্রে আদালত অবমাননার মামলা।
যে মামলায় সম্পর্কিত অফিসাররা আদালত অবমাননার কোপে পড়েন। এই অবস্থায় বোর্ডের সিদ্ধান্ত কার্যকর করতে আবেদন বন্দি আফজল খানের।
দেখুন অন্য খবর: