Thursday, August 21, 2025
HomeScroll‘ভুতুড়ে ভোটার’ ধরতে এবার ময়দানে সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক লাভলী মৈত্র

‘ভুতুড়ে ভোটার’ ধরতে এবার ময়দানে সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক লাভলী মৈত্র

সুকদেব দে, সোনারপুর: ভোটার তালিকা (Voter List) সংশোধন ও বুথ ভিত্তিক জনসংযোগ বাড়াতে বার্তা অভিনেত্রী বিধায়ক সাংসদের। ভোটাররা বেইমান নয়, তাদের কাছে যাওয়ার বার্তা সাংসদ সায়নী ঘোষ (MP Saayoni Ghosh)  ও বিধায়ক লাভলী মৈত্রর (MLA Lovely Maitra)।

বিধানসভা এলাকাজুড়ে আগামীকাল থেকেই ভোটার তালিকার সংশোধনে নেমে পড়ার বার্তা দুই নেত্রীর। পঞ্চায়েত ও পুর এলাকায় এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আলাদা দুটি কমিটিও।

আরও পড়ুন: ‘ভুতুড়ে ভোটার’, জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Assemble Election)  সামনে রেখে একাধিক কর্মসুচির ঘোষনা করলেন বিধায়ক লাভলী মৈত্র। বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ড ও পঞ্চায়েত অফিসে রাখা হবে অভিযোগ বাক্স। যেখানে এলাকার বাসিন্দারা তাদের নিজেদের দাবিদাওয়া, অভিযোগ লিখিতভাবে জানাতে পারবেন।

এমনকি বিধায়কের নামে কোনও অভিযোগ থাকলে তাও জানাতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য একটি টিম গঠন করা হয়। এই টিম সরকার ও দলের নানান কর্মসূচি প্রচার করবে সোশাল মিডিয়ায়।

দলের কর্মী যারা অভিমান করে দূরে সরে আছে তাদের কাছে যাওয়ার বার্তা বিধায়ক ও সাংসদের।

দেখুন অন্য খবর:

Read More

Latest News