কলকাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনের এক বছর আগে তৃণমূল কংগ্রেস ( TMC )তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম FAM -এর মাধ্যমে রণকৌশল চূড়ান্ত করতে আজ গুরুত্বপূর্ণ বৈঠক করছে। দক্ষিণ কলকাতার যাদবপুর ও পাটুলি-সহ একাধিক এলাকাকে হলুদ পতাকায় মুড়ে ফেলা হয়েছে। বৈঠকের আগে কর্মী ও সমর্থকদের মুখে ‘অধিনায়ক অভিষেক’ স্লোগান শোনা গেছে, যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের নতুন কৌশলগত দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিচ্ছে।
তৃণমূল কর্মী ও সমর্থকরা হলুদ জার্সি পরে এই বৈঠকে যোগ দিয়েছেন, যা ঐক্য ও দলের প্রতি আনুগত্যের প্রতীক। ‘মিশন ২০২৬ স্টার্ট ফ্রম হিয়ার’ লেখা ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee )ছবি রয়েছে, যা নির্বাচনের প্রস্তুতি শুরুর বার্তা দিচ্ছে। এই বৈঠকে সোশ্যাল মিডিয়া প্রচারকে কীভাবে আরও কার্যকর করা যায়, সে নিয়েও আলোচনা চলছে।
আরও পড়ুন: বাংলায় মদ, তামাক নিষিদ্ধ করার বিষয়ে মত দিলেন সাধারণ মানুষ
FAM (ফ্রেন্ডস অফ অভিষেক বন্দ্যোপাধ্যায়) তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম, যা দলের প্রচার ও সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরিতে ব্যবহৃত হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বাচনী প্রচার চালানোর পাশাপাশি বিরোধীদের মোকাবিলার কৌশল নিয়েও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ডিজিটাল ক্যাম্পেইন আরও জোরদার করে তরুণ প্রজন্ম ও প্রথমবারের ভোটারদের আকৃষ্ট করাই এই বৈঠকের অন্যতম লক্ষ্য।
বৈঠকে নেতৃবৃন্দ সোশ্যাল মিডিয়ার শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণের রূপরেখা তৈরি করেছেন। বিশেষ করে ভিডিও কনটেন্ট, মেমে ক্যাম্পেইন ও গ্রাফিক্যাল উপস্থাপনার মাধ্যমে দলীয় বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া, প্রচারের কৌশলে নতুনত্ব আনতে ডিজিটাল ওয়েবিনার, লাইভ সেশন ও ইন্টারঅ্যাকটিভ ক্যাম্পেইনের উপর জোর দেওয়া হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ প্রমাণ করছে যে তারা ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে তাদের ডিজিটাল উপস্থিতি আরও শক্তিশালী করতে চাইছে। ‘অধিনায়ক অভিষেক’ স্লোগান ও হলুদ পতাকার সমাবেশ দলের ঐক্য ও নির্বাচনী লড়াইয়ে জয়ের সংকল্পকে প্রতিফলিত করছে। আগামী দিনে FAM-এর মাধ্যমে কিভাবে তৃণমূল কংগ্রেস প্রচারের গতি বাড়াবে, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।
দেখুন আরও খবর: