Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeভারতে নিষিদ্ধ অস্কার মনোনীত সন্তোষ

ভারতে নিষিদ্ধ অস্কার মনোনীত সন্তোষ

কলকাতা: বিশ্বব্যাপী প্রশংসা পাওয়া চলচ্চিত্র সন্তোষ (Film Santosh)। এত প্রশংসিত হওয়ার পরও ভারতে মুক্তি পাবে না সন্তোষ (Film Santosh Ban in India)। ভারতে মুক্তি না পাওয়া নিয়ে মুখ খুললেন সুনীতা রাজওয়ার (Sunita Rajwar)। আন্তর্জাতিক মঞ্চে পৌঁছেও ভারতে মুক্তি পাবে না ‘সন্তোষ’। এ বছর অস্কারে মনোনীত হয়েছে এই ছবি। ভারতে মুক্তি পাবে না। ব্যান করা হয়েছে। ভারতে ‘সন্তোষ’ ব্যান ঘোষিত হয়েছে।

সেন্সর বোর্ড থেকে কিছু দৃশ্য কেটে বাদ না দিলে ছবি মুক্তি পাবে না এ দেশে। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ছবির অন্যতম অভিনেত্রী সুনীতা রাজওয়ার। ছবিতে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সুনীতা। মনে করেন, অভিনয় কেরিয়ারের অন্যতম সেরা সুযোগ পেয়েছিলেন এই ছবিতেই। ‘আমি দুঃখিত কারণ এতে আমার খুব আলাদা ভূমিকা রয়েছে, এটি একটি ভাল ভূমিকা, এটি একটি বড় ভূমিকা। প্রত্যেক শিল্পীই চায় সবাই তার সেরা কাজটি দেখুক। আমি সেই খুব পেলাম না। ছবিটা ভারতে দেখানো হবে না, এটা ভেবেই আমার মন খুব খারাপ।

আরও পড়ুন: বরফ ঘেরা পাহাড়ের কোলে একান্তে সারা

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News