Sunday, October 26, 2025
Homeবোলপুরে বিজেপির নারী সম্মান যাত্রা, পা মেলাবেন শুভেন্দু

বোলপুরে বিজেপির নারী সম্মান যাত্রা, পা মেলাবেন শুভেন্দু

বীরভূম: অনুব্রতর গড়ে বিজেপির (BJP) নারী সম্মান যাত্রা। এই মিছিলে পা মেলাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত মিছিল করবে বিজেপি। মিছিল ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা।

খবরের শিরোনামে প্রায়শই থাকে বীরভূম(birbhum) । সম্প্রতি, বোলপুর (bolpur) থানার আইসি –কে হুমকির অডিও ক্লিপ(audio clip) ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে, অকথ্য ভাষায় বোলপুর থানার (bolpur police station) আইসিকে (IC) হুমকি দেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। যদিও, তারপরই তৃণমূল নেতাকে ক্ষমা চাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। এতেই শেষ হয়নি, এরপর তলব করা হয় তাঁকে বীরভূম থানার SDPO অফিসে। শারীরিক অসুস্থতার কারণে দুবার তলব এড়িয়ে যান তিনি। পরে হাজিরা দিলেও বেশ কিছুক্ষন জিজ্ঞাসাবাদ করা হয় কেষ্ট মণ্ডলকে।

আরও পড়ুন: এবার কি মিটতে চলেছে কেষ্ট-কাজল দ্বন্দ্ব?

এবার সেই আবহে অনুব্রত-র গড়েই যাচ্ছেন বিরেধী দলনেতা। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী বোলপুরে নারী সম্মানযাত্রা করবেন। টুরিস্ট লজ মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত বিজেপির পদযাত্রায় পা মেলাবেন রাজ্যের বিরোধী দলনেতা।

বিজেপি সূত্রে খবর, এদিন বিকাল চারটে নাগাদ বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে বিজেপির পদযাত্রা শুরু হবে শান্তিনিকেতন রোড হয়ে শেষ হবে চৌরাস্তায়। সেখানেই বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির নারী সম্মান যাত্রা ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থায় ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে গোটা চত্বর।

দেখুন খবর

Read More

Latest News