Wednesday, October 8, 2025
spot_img
HomeScroll৭ দিনে ৩০০ কোটির ঘরে 'ছাবা'

৭ দিনে ৩০০ কোটির ঘরে ‘ছাবা’

কলকাতা: ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক চলচ্চিত্র ‘ছাভা’ (Chhaava) মুক্তি পেয়েছে শুক্রবার। সম্প্রতি মধ্যপ্রদেশ ও গোয়ায় করমুক্ত করা হয়েছে ভিকি কৌশল (Vicky Kaushal) ও রশ্মিকা মান্দানাকে (Rashmika Mandanna)। ফাটিয়ে ব্যবসা করছে ছাবা বক্স অফিসে। ৭ দিনে কত ব্যবসা করেছে জানেন?

পরিচালক লক্ষ্মণ উতেকার পরিচালিত ঐতিহাসিক নাটক ছাবা-তে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় ভিকি কৌশল এবং মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে দেখা গিয়েছে। ছবিতে আরও অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা। বক্স অফিসে ঝড়ের গতিতে ব্যবসা করছে ‘‘ছাভা’। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ছাবা, যা প্রথম দিনে আয় করে ৩১ কোটি টাকা। ৭ দিনে ছাবা ভারতে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ২০২৫ সালের সর্বাধিক আয় করা সিনেমা বর্তমানে এটি। ছবিটির বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশনও বিশেষভাবে চোখে পড়ার মতো। ছাবা-র বিশ্বব্যাপী আয় ২৫০ কোটি টাকা ছাড়িয়েছে।

আরও পড়ুন: রাজের জন্মদিন, বার্থ ডে বয়ের ঠোঁটে ঠোঁট শুভশ্রীর

প্রসঙ্গত,’ ছাবা ‘ ঝড়ে কাবু গোটা দেশ।’ ছাবা ‘ মুক্তির আগে থেকেই অগ্রিম ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছিল। আর যা দেখে স্পষ্টত বোঝা যাচ্ছিল, বক্স অফিস হিট হতে চলেছে এই ছবি। ‘ ছাবা ‘ মুক্তির ছদিন কেটে গিয়েছে। আর তারই মধ্যেই ব্যাপক আয় করে ফেলেছে এই ছবি। এবার দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতেও ‘ ছাবা ‘ নিজের জায়গা করে নিয়েছে। সিনেমাটির টাইটেল ট্রাক কম্পোজ করেছেন এ আর রহমান। আর সেই গানই বিদেশের মাটিতে বড় বড় ডিজিটাল হর্ডিংয়ে চলছে। নিজেই সেই ভিডিও পোস্ট করলেন জাতীয় পুরস্কার জয়ী কম্পজার এ আর রহমান। যেখানে দেখা যাচ্ছে ‘ ছাবা ‘ র টাইটেল ট্রাক বাজছে বিদেশের ডিজিটাল হোর্ডিংয়ে।

অন্য খবর দেখুন

Read More

Latest News