Monday, October 6, 2025
spot_img
Homeআরজি কর আন্দোলনে যুক্ত চিকিৎসকদের ট্রান্সফার নিয়ে মামলা হাইকোর্টে

আরজি কর আন্দোলনে যুক্ত চিকিৎসকদের ট্রান্সফার নিয়ে মামলা হাইকোর্টে

কলকাতা: আরজি কর আন্দোলনের (RG Kar Case) সঙ্গে যুক্ত থাকায় শুধুমাত্র ৩ জন ডাক্তারকে আবেদন অনুযায়ী বদলি করা হয়নি। এই মর্মে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীরা। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে একপক্ষ। বৃহস্পতিবার মামলার শুনানির তারিখ ধার্য হয়েছে। সব পক্ষকে সার্ভ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট

মামলায় মূল বক্তব্য, যত জনের কাউন্সেলিং হয়েছিল তারা সকলে নিজেদের আবেদন অনুযায়ী পোস্টিং পেয়েছে । শুধুমাত্র ৩ জনকেই আবেদন মতো পোস্টিং দেওয়া হয়নি। এই ৩ জনেই আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

আরও পড়ুন:  নিউটাউনে BSF জওয়ানের ঝুলন্ত দেহ, উদ্ধার সুইসাইড নোট

উল্লেখ্য, ইতিপূর্বে আদালতে এসে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের পক্ষে দেবাশিস হালদার এই বদলিকে প্রতিহিংসাপরায়ণ বলে দাবি করেছিলেন। জানিয়েছিলেন এই ঘটনার বিরুদ্ধে তাঁরা আইনি লড়াই ।

উল্লেখ্য, ইতিপূর্বে আদালতে এসে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের পক্ষে দেবাশিস হালদার এই বদলিকে প্রতিহিংসাপরায়ণ বলে দাবি করেছিলেন এবং এর বিরুদ্ধে তাঁরা আইনি লড়াই চালিয়ে যাবেন বলেছিলেন। তিনি আরও জানান, ডাক্তার অনিকেত মাহাতো ছাড়া তিনি এবং আসফাকুল্লা নাইয়া নতুন কর্মস্থানে যোগ দেবেন। তবে অনিকেত কাজে যোগ দেবেন না। স্টাইপেন্ডও নেবেন না। আইনি লড়াই জারি থাকবে। তাঁরা গ্রামের মানুষকে সেবা করতে চান না বলে যে প্রচার করা হচ্ছে, তা একযোগে তিনজনই খারিজ করে দিয়েছেন । সেবার জন্যই মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে যোগ দেবেন। পাশাপাশি, আন্দোলনও জারি রাখবেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News