Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeযুদ্ধ বিরতি চলছে দয়া করে লঙ্ঘন করবেন না, ঘেমেনেয়ে ল্যাজেগোবরে ট্রাম্প

যুদ্ধ বিরতি চলছে দয়া করে লঙ্ঘন করবেন না, ঘেমেনেয়ে ল্যাজেগোবরে ট্রাম্প

ওয়েব ডেস্ক: কাতার-সহ মধ্যপ্রাচ্যের মোট চার দেশের মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। সেনাঘাঁটিতে ইরানের হামলা পরই যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘সবাইকে অনেক অভিনন্দন। আগামী ১২ ঘণ্টার জন্য ইজরায়েল ও ইরান সম্পূর্ণ ভাবে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, যুদ্ধ একেবারে শেষ।’ ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি! তার পরেই যুদ্ধবিরতিতে সম্মতি জানায় ইজরায়েল। ইজরায়েলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, “প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে, তাঁর প্রস্তাব মেনে পারস্পরিক সংঘর্ষবিরতিতে সম্মত হচ্ছে।” সেই সময় ইরানের তরফে যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি। পরিস্থিতি রাতারাতি বদলে যায় তার কিছু সময় পরেই।

দীর্ঘ ১২ দিন ধরে ইরান-ইজরায়েলের সংঘর্ষ (Israel-Iran War) চলছে। ইজরায়েলের হামলায় ইরানে আরও এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। ইরানের রাজধানী তেহেরান কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাল্টা প্রত্যাঘাত চালিয়েছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারে হামলায় তছনথ তেল আভিভ। ইরান-ইজরায়েলের সংঘাতে সরাসরি ঢুকেছে আমেরিকা। ইরানের তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সোমবার রাতেই কাতারে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান। কাতার-সহ মধ্যপ্রাচ্যের মোট চার দেশের মার্কিন সেনাঘাঁটিতে ইরান ভয়াবহ হামলা চালাতেই এই বিরতির কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সংযোজন, ‘প্রথম ১২ ঘণ্টার জন্য ইরান যুদ্ধবিরতি পালন করবে। তার পরের ১২ ঘণ্টার জন্য ইজরায়েল বিরতি পালন করবে। এরপর ২৪ ঘণ্টা কাটতেই টানা ১২ দিন ধরে চলা সংঘর্ষে একেবারে ইতি টানবে এই দুই দেশ। যখন এক পক্ষ ১২ ঘণ্টার যুদ্ধবিরতি পালন করবে, তখন অন্য পক্ষকে তার সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শান্তি বজায় রাখতে হবে।’

আরও পড়ুন: “এখনই যুদ্ধ বন্ধ করো,” ইজরায়েলকে হুমকি ট্রাম্পের

সংঘর্ষ বিরতির ঘোষণার কয়েকঘণ্টা পরই হামলা চালিয়েছে ইরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আবারও হামলা শুরুর নির্দেশ দেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। দক্ষিণ ইসরায়েলের বেয়ার শেভা শহরের একটি আবাসিক ভবনে তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন নিহত হয়েছেন। পরে ইরানের এই হামলার পাল্টা জবাব দেওয়া হয় ইজরায়েলের তরফে। অর্থাৎ, ট্রাম্পের শান্তি প্রস্তাবকে উপেক্ষা করেই চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ (Israel-Iran War)।এর মাঝেই ইজরায়েলকে রীতিমতো হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার দুপুরের দিকে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ একটি পোস্ট করেন ট্রাম্প, সেই পোস্টে তিনি ইজরায়েলকে, ‘এখনই যুদ্ধ বন্ধ’ করার নির্দেশ দিয়েছেন। পোস্টে ট্রাম্প লেখেন, ‘বোমা ফেলা বন্ধ করো ইজরায়েল।

সংঘর্ষ বিরতি নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে তখন নয়া দাবি করেছেন ট্রাম্প। যুদ্ধবিরতি সংক্রান্ত ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান। তেহরান জানিয়ে দিল, যুদ্ধবিরতি সংক্রান্ত কোনও সমঝোতাই হয়নি। তবে ফের ইসরায়েল আগ্রাসন চালালে, চূড়ান্ত, দৃঢ় ও যথাযথ জবাব দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। ইরান-ইজরায়েল একসঙ্গে তার কাছে এসেছিল। দুই দেশের কাছে শান্তির কথা বলেছিলেন। সংঘর্ষবিরতি নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় পোস্টে তিনি লিখেছেন, “সংঘর্ষবিরতি এখন থেকে কার্যকর হচ্ছে। দয়া করে লঙ্ঘন করবেন না।তবে এখনও পর্যন্ত সংঘর্ষবিরতিতে সম্মত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি ইরান কিংবা ইজ়রায়েল।

দেখুন ভিডিও

Read More

Latest News