Monday, October 6, 2025
spot_img
Homeকেরলের উপকূলে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজে রহস্যজনক বিস্ফোরণ! পুড়ছে গোটা জাহাজ

কেরলের উপকূলে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজে রহস্যজনক বিস্ফোরণ! পুড়ছে গোটা জাহাজ

ওয়েবডেস্ক- কেরলের (Kerala) উপকূলে সিঙ্গাপুরের (Singapore) পণ্যবাহী জাহাজে (Singapore-flagged container)  ভয়াবহ বিস্ফোরণ (Explosion)। খবর পেয়েই ঘটনাস্থলে যায় ভারতীয় রণতরী আইএনএস সুরাত (Indian warship INS Surat) । উদ্ধারকাজে রয়েছে যুদ্ধবিমান। সোমবার সকালে হঠাৎ করে এই রহস্যময় বিস্ফোরণ হয়। কীভাবে এই বিস্ফোরণ তার সম্পর্কে এখনও সেইভাবে তথ্য পাওয়া যায়নি।

চলছে আগুন নেভানোর কাজ। জাহাজটির নাম এমভি ওয়ান হায় ৫০৩ (MV Wan Hai 503)। ২৭০ মিটার লম্বা এই দীর্ঘ জাহাজ গত ৭ জুন শ্রীলঙ্কার কলম্বো থেকে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা করেছিল। গন্তব্যের পৌঁছনোর কথা ছিল মঙ্গলবার ১০ জুন। তার আগেই বিস্ফোরণ।

প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, সোমবার সকাল ১০টার দিকে সিঙ্গাপুরের জাহাজটিতে বিস্ফোরণের ঘটনার খবর পায়  ‘মুম্বইয়ের মারিটাইম অপারেশনস সেন্টার’। সেটি তারা জানায় কোচির দফতরে। তার পরেই তৎপরতার সঙ্গে পদক্ষেপ নেয় ভারতীয় নৌসেনা। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যুদ্ধজাহাজ আইএনএস সুরতকে ঘটনাস্থলে পাঠানো হয়।

আরও পড়ুন- রাজ্যসভার সতর্কীকরণ, বিচারপতি যাদবের বিরুদ্ধে তদন্ত বাতিল করল সুপ্রিম কোর্ট

সেটি কোচির দিকে আসছিল। সেটিকে কেরলের বিস্ফোরণস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কোচির নৌসেনা ঘাঁটি থেকে একটি বিমানও পাঠানো হয়। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে এবং প্রয়োজনে উদ্ধারে সাহায্য করতেই নৌসেনার বিমানটিকে পাঠানো হয়েছে। জাহাজে ছিলেন ২২ জন চালক, তাদের মধ্যে ১৮ জন নৌকায় চেপে চলে যায়। বাকিদের নৌসেনা উদ্ধার করে। জাহাজটি আগুনে জ্বলছে। প্রস্তুত রাখা হয়েছে আইএনএস গরুড়।

দেখুন আরও পড়ুন-

Read More

Latest News