Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeআদমপুর বিমানঘাঁটিতে হামলা করেছিল পাকিস্তান? সত্যি সামনে আনল ভারত

আদমপুর বিমানঘাঁটিতে হামলা করেছিল পাকিস্তান? সত্যি সামনে আনল ভারত

নয়াদিল্লি: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটিতে (Adampur Airbase in Punjab) হামলা করেছিল পাকিস্তান? বেশকিছু যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। এবার সেই সত্যি সামনে আসতেই ফের একবার মুখ পুড়ল পাকিস্তানের (Pakistan)। পাকিস্তানের সেই মিথ্যা দাবি নস্যৎ করে দিলেন জিও-ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ ড্যামিয়েন সাইমন। স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছে পুরোটাই পাকিস্তানের বানানো মিথ্যে কথা।

অপারেশন সিঁদুরের পর নাকি পাকিস্তান পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। সেখানে পার্ক করা একটি সুখোই-৩০ এমকেআই ক্ষতিগ্রস্থ করেছে এমনটাই তারা দাবি করেছিল ইসলামাবাদ। এদিকে টপ ওপেন সোর্স ইন্টেলিজেন্স চিত্রাবলী বিশ্লেষক ড্যামিয়েন সাইমন এই দাবি প্রত্যাখ্যান করেছেন। ভারতের পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে হামলা চালিয়ে একটি সুখোই SU-৩০MKI বিমান গুঁড়িয়ে দেওয়ার যে দাবি পাকিস্তান করেছিল তা পুরোপুরি ভুয়ো।চলতি বছরের মার্চ মাসের একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করে পাকিস্তানের মিথ্যাচার সাবার সামনে আনা হয়েছে। তিনি বলেছেন, পাকিস্তান সংঘাত-পূর্ববর্তী একটি ছবি ব্যবহার করেছিল। এক্স-এ একটি পোস্টে আদমপুর বিমান ঘাঁটিতে হামলার দাবি করার জন্য পাকিস্তানের ব্যবহৃত ছবিটি পোস্ট করেছেন সাইমন। দাবির সমর্থনে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, তাতে পাকিস্তান যেটিকে বার্ন মার্ক বলে দাবি করছে, তার কাছাকাছি একটি জেট দেখা যাচ্ছে। ওই সময় একটি MIG-২৯ বিমানে রক্ষণাবেক্ষণের কাজ চলছে ওই বিমানবন্দরে। ইঞ্জিন টেস্ট প্যাডের পাশে যে ধোঁয়া বা দাগ দেখা যাচ্ছে যা একেবারেই স্বাভাবিক।’

আরও পড়ুন: ৫০০ টাকার নোট বাতিল করা হোক, দাবি চন্দ্রবাবু নাইডুর

প্রসঙ্গত, পাকিস্তান এর আগে দাবি করেছিল, তাদের চিনে তৈরি JF-17 যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আদমপুরের রাশিয়ান তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ‘সুদর্শন চক্র’ ধ্বংস করেছে। অথচ বাস্তবে এই S-400-ই পাকিস্তানি ড্রোন ও মিসাইলকে ভারতের ঘাঁটিতে ঢুকতে বাধা দিয়েছে। স্যাটেলাইট ছবি দেখিয়ে বলেছিল, আদমপুরে ক্ষতি হয়েছে। তবে সেই ছবিতে ছিল না কোনও ক্ষতির চিহ্ন—না কোনও গর্ত, না ধ্বংসাবশেষ। পাকিস্তানের তরফে ভারতে হামলা চালানোর দাবি করা হয়েছিল। যদিও পাকিস্তানের সেই দাবি নস্যাৎ করেছে ভারত। আর এবার পাকিস্তানের ভুয়ো দাবি নস্যাৎ করলেন এক জিও-ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ।

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News