Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবীরভূমের প্রেক্ষাপটে আসতে চলেছে ' বিভীষণ '

বীরভূমের প্রেক্ষাপটে আসতে চলেছে ‘ বিভীষণ ‘

কলকাতা:  একসাথে ধরা দিতে চলেছেন ওয়েব সিরিজের পর্দায়। বীরভূমের প্রেক্ষাপটে আসছে নতুন গল্প। কি ওয়েব সিরিজ? জানতে উৎসুক নিশ্চই আপনারাও !পরিচালক রাজা চন্দের পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ ‘ বিভীষণ ‘ । ইতিমধ্যেই, সিরিজের ট্রেলার এল প্রকাশ্যে। মুখ্যভূমিকায় দেখা যাবে সোহম মজুমদারকে (Soham Majumdar)। এক পুলিশ অফাসারের চরিত্রে ধরা দিয়েছেন তিনি। আর এই ওয়েব সিরিজেই সোহমের স্ত্রী চরিত্রে দেখা যাবে দেবচন্দ্রিমাকে (Debchandrima Singha Roy)।

থ্রিলার গল্প নিয়ে, বীরভূমের প্রেক্ষাপটকে সামনে রেখে তৈরি হচ্ছে এই সিরিজ। পর পর বেশকয়েকটি খুনের ঘটনা ঘটতে থাকে বীরভূমে। কিন্তু সাড়া পরে যায় এক ব্যক্তির মুণ্ডুহীন দেহ উদ্ধার ঘিরে। তদন্তে নেমে জানা যায় খুনের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনীতিও। আর এই রহস্য উন্মোচন করতে সামনে আসে আরও রহস্য। সবমিলিয়ে এক রহস্যে মোড়া গল্প আসতে চলেছে দর্শকদের জন্য।

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News