Monday, October 13, 2025
Homeনীল রঙের ব্রালেটে,সৃজলার বোল্ডলুকে ছ্যাকা খাচ্ছে নেটপাড়া

নীল রঙের ব্রালেটে,সৃজলার বোল্ডলুকে ছ্যাকা খাচ্ছে নেটপাড়া

কলকাতা: টেলিভিশনের জনপ্রিয় মুখ সৃজলা গুহ (Srijla Guha)। সৃজলা বরাবরই আলোচিত তাঁর বোল্ড অবতারের জন্য। এবার সমুদ্র সৈকতে নীল রঙের ব্রালেটে ‘সেক্সি’ অবতারে ধরা দিলেন অভিনেত্রী সৃজলা। সাহসী লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সকলের ঘুম ওড়ালেন অভিনেত্রী।

ছোটপর্দার মিষ্টি ‘পিহু’ অর্থাৎ সৃজলা গুহ সোশাল মিডিয়ায় ধরা দিলেন একেবারে নতুন অবতারে। সাগর পাড়ে বঙ্গললনা সৃজলা গুহ লাস্যময়ী অবতারে ধরা দিলেন। শীতল হাওয়ায় সৃজলার মন যেন উড়ু উড়ু। আর সেই ছবি দেখে একেবারে কাত সৃজলার অনুরাগীরা। সৃজলা বরাবরই আলোচিত তাঁর বোল্ড অবতারের জন্য। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সৃজলাকে দেখা যায় সাহসী অবতারে। সৃজলা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাঁকে দেখা গিয়েছে নীল রঙের বিকিনিতে। যদিও সৃজলার শরীরের উপরি অংশ ছবিতে দেখা গিয়েছে। নীল রঙের বিকিনিতে সৃজলার উচ্ছ্বাস স্পষ্ট। দুধ সাদা গায়ের রং আর পিছনে সমুদ্রের জলরাশি। সব মিলিয়ে সৃজলার সাহসী ছবি নেটপাড়ায় উষ্ণতা বাড়াচ্ছে।

 আরও পড়ুন: নিয়ন রঙের ব্রালেট, খোলা পিঠ, বালিতে মাখামাখি সোহিনী

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News