Sunday, October 5, 2025
spot_img
Homeজীবাণু নাশকতার চেষ্টা! আমেরিকায় ধৃত আরও এক চীনা গবেষক

জীবাণু নাশকতার চেষ্টা! আমেরিকায় ধৃত আরও এক চীনা গবেষক

ওয়েব ডেস্ক: জীবাণু এবং ক্ষতিকারক অণুজীব (Biological Materials) পাচারের চেষ্টা। আমেরিকায় ফের ধরা পড়লেন এক চীনা নাগরিক (Chinese)। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ডেট্রয়েট বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন চীনের এক মহিলা গবেষক। অভিযুক্তের নাম চেংজুয়ান হান। তাঁকে বেআইনি জৈব সামগ্রী পাচারের অভিযোগে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)।

সূত্রের খবর, চেংজুয়ান হান চীনের ইউহান প্রদেশের বাসিন্দা। ইউহানের হুয়াঝং বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান ও প্রযুক্তিতে স্নাতক হওয়ার পর উচ্চশিক্ষার জন্য মিশিগান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে আসেন তিনি। কিন্তু আমেরিকায় পা রাখার আগেই ধরা পড়ে তাঁর বিপজ্জনক পরিকল্পনা।

আরও পড়ুন: NATO বনাম রাশিয়া! তৃতীয় বিশযুদ্ধ কি শুধুই সময়ের অপেক্ষা?

জানা গিয়েছে, গত ৮ জুন ডেট্রয়েট বিমানবন্দরে পৌঁছনোর পর নিয়মমাফিক চেকিংয়ের সময় তাঁর ব্যাগে চারটি সন্দেহজনক প্লাস্টিক প্যাকেটের খোঁজ মেলে। পরে ফরেনসিক পরীক্ষায় দেখা যায়, ওই প্যাকেটগুলিতে রয়েছে কৃমির মতো দেখতে গোলাকৃতি অণুজীব— যা একটি মিশিগানের গবেষণাগারে পাচার করা হচ্ছিল। এফবিআই সূত্রে জানা গিয়েছে, এই অণুজীব জৈব সন্ত্রাসে ব্যবহারের যোগ্য এবং এর মাধ্যমে পরিবেশ বা কৃষিক্ষেত্রে ভয়াবহ ক্ষতি করা সম্ভব।

এখানেই শেষ নয়। তদন্তকারীরা দাবি করেছেন, এর আগেই তিনি ওই জীবাণুগুলি সংগ্রহ করেন এবং নিরাপত্তা এড়াতে নিজের শরীরে থাকা একটি ইলেকট্রনিক ডিভাইস খুলে ফেলেন। এমন আচরণে সন্দেহ আরও ঘনিয়েছে। এফবিআই-এর মুখপাত্র কাশ প্যাটেল জানিয়েছেন, এই ধরনের ঘটনার পিছনে রাষ্ট্রীয় মদতের ইঙ্গিত খুঁজে দেখা হচ্ছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News