Thursday, August 28, 2025
HomeScrollপহেলগামের বদলা, ভারতীয় সেনাকে কী বার্তা অমিত শাহর?

পহেলগামের বদলা, ভারতীয় সেনাকে কী বার্তা অমিত শাহর?

ওয়েব ডেস্ক: পহেলগামে জঙ্গি হামলার ১৪ দিন পর, ভারতীয় সেনা পাকিস্তানকে দিল কড়া জবাব। গতকাল মধ্যরাত দুটো নাগাদ, ভারতীয় সেনার পক্ষ থেকে পরিচালনা করা হল ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে (PoK)- র ৯ টি জঙ্গি ঘাঁটিতে এই হামলা চালানো হয়। গুঁড়িয়ে দেওয়া হয় সব জঙ্গি ঘাঁটিগুলি। আর এবার এক্স হ্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতীয় সেনাকে দিলেন শুভেচ্ছা বার্তা।

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ ভারতীয় সেনার প্রতি আমি গর্বিত। ‘অপারেশন সিঁদুর ‘ আমাদের ভারতীয় ভাইদের নিরীহভাবে খুন করার প্রতিবাদ।’ তিনি আরও বলেন, ,’ ভারতবাসী এবং মোদি সরকার কোনোভাবেই ভারতের প্রতি আঘাতকে সহ্য করবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল। আর এবার জঙ্গি সংগঠনদের মূল থেকে সরিয়ে ফেলাই আমাদের লক্ষ্য ‘।

আরও পড়ুন: “এটা লজ্জার…,” ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে কেন একথা বললেন ট্রাম্প?

একদিকে যখন কেন্দ্রের পক্ষ থেকে আজ ভারতের বিভিন্ন জায়গায় মকড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে গতকালই , ঠিক সেই আবহে গতকাল মধ্যরাত দুটো নাগাদ ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে ফেলার অপারেশন চালানো হলো। মিসাইল হানায় গুঁড়িয়ে দেওয়া হল নটি জঙ্গি ঘাঁটি।

উল্লেখ্য, পেহেলগামে জঙ্গি হানার পর , ভারত স্পষ্টত জানিয়ে দিয়েছিল এর জবাব ভারত পাকিস্তানকে তাদের পছন্দমত সময় এবং পছন্দমত স্থানে দেবে। আর তারপরেই পেহেলগাম কাণ্ডের ১৪দিন পর ভারতীয় সেনার বিশেষ অপারেশন, ‘ অপারেশন সিঁদুর ‘।

দেখুন আরও খবর: 

Read More

Latest News