Sunday, August 24, 2025
HomeScroll'সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স', বার্তা জয়শংকরের

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স’, বার্তা জয়শংকরের

নয়াদিল্লি: পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ১৫ দিনের মাথায় যোগ্য জবাব দিল ভারত। মঙ্গলবার রাতেই ভারত শুরু করেছে ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor)। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। ইতিমধ্যেই পাকিস্তানের তরফে হামলার কথা স্বীকার করা হয়েছে। ‘অপারেশন সিন্দুর’ নিয়ে বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar)। বিদেশমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাক গোটা বিশ্বের’।

বুধবার যখন গোটা দেশ জুড়ে মক ড্রিলের তোড়জোড় শুরু করেছে ভারত। তার আগে মঙ্গল মধ্যরাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ভেঙে দিল ভারতীয় বায়ুসেনা (Indian Airforce)। অপারেশন সিদুঁরের নাম নিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ভেঙে দিয়ে আসে ভারতীয় (India) বায়ুসেনা। অপারেশন সিদুঁরের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, সন্ত্রাসবাদের বিদরুদ্ধে গোটা বিশ্বকে জিরো টলারেন্স দেখাতে হবে। শেষ পাওয়া খবর অনুযায়ী, খতম ৮০ জঙ্গি। ইতিমধ্যেই পাকিস্তানের তরফে হামলার কথা স্বীকার করা হয়েছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হুঁশিয়ারি দিয়েছেন, যোগ্য জবাব দেবে পাকিস্তান।

আরও পড়ুন: পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটিতে হামলা ভারতের

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News