Friday, August 22, 2025
HomeScrollদেশের ২৭টি বিমানবন্দর বন্ধ, বাতিল ৪০০ উড়ান

দেশের ২৭টি বিমানবন্দর বন্ধ, বাতিল ৪০০ উড়ান

ওয়েবডেস্ক: ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) যুদ্ধের আবহে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। দেশের বিভিন্ন বিমান বন্দর (Airport) বন্ধ রাখার সিদ্ধান্ত। আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। সূত্রের খবর, উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে ২৭টি বিমান বন্দর বন্ধ রাখা হচ্ছে। প্রায় ৪০০ উড়ান (Flight) বাতিল। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাশা এয়ার, কয়েকটি বিদেশি বিমান সংস্থা তাদের বিমান বাতিল করেছে।

তথ্য অনুযায়ী, কাশ্মীর থেকে গুজরাত পর্যন্ত আকাশ পথে বিমান চলাচল প্রায় বন্ধ। বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থার বিমান পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে ভারতের বিমান বন্দরগুলিতে নামছে। জানা গিয়েছে, বন্ধ রয়েছে জম্মু, শ্রীনগর, চণ্ডীগঢ়, অমৃতসর, লুধিয়ানা, পাটিয়ালা, পাঠানকোট, শিমলা। এছাড়া বন্ধ রয়েছে ভাতিন্ডা, হলওয়ারা, ভুন্চর, পোরবন্দর সহ আরও বেশ কিছু বিমানবন্দর।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরে উজ্জ্বল সুপ্রিম নির্দেশে সেনায় স্থায়ী কমিশন পাওয়া মহিলারা

মঙ্গলবার মধ্য রাতে ভারতের অপারেশন সিঁদুর। পহেলগাম হামলার জবাবে পাকিস্তান প্রত্যাঘাত ভারতের। গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটি। দুই দেশে উত্তেজনা জারি।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News