ওয়েবডেস্ক- বছরের শেষ সূর্যগ্রহণ (Solar eclipse) সেপ্টেম্বরে হতে চলেছে। এই গ্রহণের জেরে তিনটি রাশিকে আর্থিক ক্ষতির ঝুঁকির মুখে পড়তে হতে পারে। এই সূর্যগ্রহণের সময় কিছু রাশিকে (Zodiac Sign) সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে সমস্যা বাড়বে জীবনে।
মিথুন রাশি – বছরের শেষ সূর্যগ্রহণ মিথুন রাশির জাতকদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। জীবনে জটিলতা আসতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করবেন। আপনার স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। আর্থিক সমস্যা দেখা দেখা দেবে। পরিবারের মধ্যে ছোটখাটো বিবাদ থেকে জটিলতা বাড়তে পারে, তাই মাথা ঠান্ডা রেখে কাজ করুন।
আরও পড়ুন- সুখে-স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে গৃহকোণ! আজ কোন কোন রাশির ভাগ্য খুলবে?
কন্যা রাশি – এই সূর্যগ্রহণ কন্যা রাশির জীবনে চ্যালেঞ্জ নিয়ে আসবে। আপনার জীবনযাত্রা, দাম্পত্য, শরীর স্বাস্থ্য, চাকুরির ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। অযথা মাথা গরম করবেন না, তাতে পরিস্থিতি জটিল আকার নিতে পারে। কোনও জায়গায় কোনও ব্যক্তির সঙ্গে আলাপ হলে তাকে চট করে বিশ্বাস করবেন না। বিনিয়োগ করলে ভেবে চিন্তে করবেন।
মীন রাশি – মীন রাশির জাতকদেরও এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে। আর্থিক সমস্যা আপনাকে ভোগাতে পারে। কোনও মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন। কাজের জগতে নিজের কর্মের প্রতি অধিক মনোনিবেশ করুন, না হলে পরিস্থিতি জটিল আকার নেবেন। অযথা কারুর সঙ্গে বিতর্ক-বিবাদের যাবেন না। নিজের প্রতি বিশ্বাস রাখুন, সব সমস্যার সমাধান করতে পারবেন আপনি নিজেই।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।