২০২৬ এ প্রস্তুত থাকুন। আপনার জীবন ধন সম্পত্তিতে (Wealth) পরিপূর্ণ হয়ে উঠবে। বছরের শুরুতেই টাকায় ভরিয়ে দেবে এই তিন রাশির জীবন। ধন গৃহে রাজযোগ (Rajyoga in the house of wealth) আপনার সব ইচ্ছে পূরণ করবে। নতুন বছরে এমন অনেক বিরল যোগ (Rare combination ) তৈরি হচ্ছে, যা ১২টি রাশির উপরেই তার প্রভাব ফেলবে। ২০২৬ সালে মঙ্গল ১৬ জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে। সেইসঙ্গে ১৮ জানুয়ারি চন্দ্রও ওই রাশিতে প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে, মঙ্গল ও চন্দ্রের মহালক্ষ্মী রাজযোগের (Mahalakshmi Rajayoga) সৃষ্টি করবে।
মেষ রাশি- মহালক্ষ্মী রাজযোগে এই রাশির জাতক-জাতিকাদের জন্য সুখ-সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। জাতক হবে বিত্তশালী, ধন সম্পত্তির অধিকারী হবে। এই রাজযোগ আপনার কর্মজীবনেও প্রভাব ফেলবে। ২০২৬ সাল আপনার কর্মজীবনের উন্নতির বছর। পারিবারিক সম্পর্ক সুখের হবে। যারা চাকরি খুঁজছেন তারা চাকরি পাবেন। বিনিয়োগ করলে লাভের মুখ দেখবেন।
আরও পড়ুন- মুখের গড়নে লুকিয়ে চরিত্র!
বৃষ রাশি- মহালক্ষ্মী রাজযোগ বৃষ রাশির জাতক জীবনে অর্থপ্রাপ্তি ঘটাবে। এই রাজযোগ আপনার ভাগ্যে সুখ, সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। কর্মজীবনে প্রভাব ফেলবে। ব্যবসায় সম্প্রসারণ হবে। কর্মজীবনে স্থিতিশীলতা আসবে। পরিকল্পনা করে বিনিয়োগ করলে লাভের মুখ দেখবেন। গুরুজনদের আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা পাবেন। নতুন আপনার আটকে থাকা কাজগুলি দ্রুত সমাধান করবে।
ধনু রাশি- মহালক্ষ্মী রাজযোগে আপনি সুখের সাগরে ভাসবেন। অর্থ প্রাপ্তি হবে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতির যোগ, ব্যবসায় লাভের মুখ দেখবেন। গাড়ি, বাড়ি ক্রয় করতে পারেন। অপ্রত্যাশিত ধনলাভের যোগ। দাম্পত্য জীবনেও সুন্দর কাটবে। পারিবারিক কোনও অনুষ্ঠান হওয়ার যোগ। কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে। এই সময়ে সব দিক দিয়ে সুখের সাগরে ভাসবেন আপনি।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।







