Wednesday, January 21, 2026
HomeScrollঅবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
High Court

অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা

মামলা দায়ের হলে আগামীকাল শুনানির সম্ভাবনা

ওয়েবডেস্ক- অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে (High Court) মিড মিল কর্মীরা (Mid Day Meal) মামলা দায়ের হলে আগামীকাল শুনানির সম্ভাবনা অবস্থান বিক্ষোভ করতে যাওয়ায় পুলিশ গ্রেফতার করেছে মিড ডে মিল কর্মীদের। জামিন মেলেনি। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মিড ডে মিল কর্মীরা। মামলা দায়ের এর অনুমোদন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের।

মামলা দায়ের হলে আগামীকাল শুনানির সম্ভাবনা। প্রসঙ্গত, মিড ডে মিল কর্মীরা অবস্থান বিক্ষোভে বসেছিলেন তাদের বেতনের দাবিতে। অভিযোগ তাদেরকে বেআইনি ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা জামিনের জন্য আবেদন করলে সেই আবেদন খারিজ হয়ে যায়।

আইনজীবী শামীম আহমেদ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রেয়ারেস্ট অফ দি রেয়ারেস্ট কেসের ক্ষেত্রে মিডডে মিল কর্মীদের জামিন দেওয়া হয়ে থাকে এবং এধরনের কেসের ক্ষেত্রে সাত বছরের নিচে সাজা হয়। এই আশা কর্মীদের প্রায় প্রত্যেকের দুগ্ধ পোষ্য সন্তান রয়েছে বাড়িতে।

আরও পড়ুন-  আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

এই সমস্ত দিক উল্লেখ করে আদালতের দ্বারস্থ মামলাকারি।উল্লেখ্য, পশ্চিমবঙ্গে মিড ডে মিল কর্মীরা মূলত বকেয়া বেতন, স্থায়ীকরণ, এবং ন্যূনতম মজুরির কারণে বিক্ষোভ দেখাচ্ছেন। বিভিন্ন সময়ে হাইকোর্টে মামলা করেছেন। তাদের অভিযোগ,  এই কর্মীরা দীর্ঘক্ষণ কাজ করলেও নামমাত্র ভাতা পান, যার প্রতিবাদে তাদের সংগঠনগুলো আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। আদালত থেকে সুনির্দিষ্ট নির্দেশিকা বা সরকারি নীতি বাস্তবায়নের দাবিই তাদের একমাত্র লক্ষ্য।

 

Read More

Latest News