নয়াদিল্লি: কড়া নিরাপত্তায় দিল্লির (Delhi) কর্তব্যপথ। প্রতি বছরের মতো এবারে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেনা বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজে (Army Parade) সজ্জিত রাজধানীর রাজপথ।
এই বছরের প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবহ সুবিয়ান্ত (Chief Guest is Indonesian President Prabah Subiant ) । কর্তব্যপথে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ (President Draupadi Murmu) । মুখ্য অতিথি প্রবহ সুবিয়ান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী (Narendra Modi) ।
আজ প্রতিরক্ষাবাহিনীর শক্তি প্রদর্শন দেখলো গোটা বিশ্ব। আকাশপথে পুষ্পবৃষ্টি করে বায়ুসেনার MI-17 কপ্টার।
DRDO-র তৈরি ‘ভূমি থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ এই প্রথমবার কুচকাওয়াজে প্রদর্শিত হল। ৫০০ থেকে ১০০০ কেজির ক্ষমতাসম্পন্ন এই সার্ফেস টু সার্ফেস মিসাইল তৈরি করেছে ডিআরডিও। অপর একটি প্রযুক্তি হচ্ছে ‘ ‘সঞ্জয়’- দ্য ব্যাটলফিল্ড সার্ভেইল্যান্স সিস্টেম, যা যুদ্ধক্ষেত্রের তথ্য সংগ্রহ করে। যা আধুনিক নজরদারি চালাতে সক্ষম। এবারের প্রজাতন্ত্র দিবসে সামরিক শক্তি প্রদর্শন করবে ‘ব্রহ্মোস‘, ‘পিনাক‘ মিসাইল।
আরও পড়ুন: দেশবাসীকে ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ভারতীয় বায়ুসেনার
রেড রোডের কুচকাওয়াজে ভারতীয় সেনার রোবট কুকুর। এবারের কুচকাওয়াজে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের ট্যাবলো। এবার নাগ মিসাইল সিস্টেমের পালা। কর্তব্যপথে ক্যাপ্টেন সৌরভ প্রতাপ সিংয়ের নেতৃত্ব শক্তি প্রদর্শন সারথ ইনফ্যান্টি ভেহিক্যালের। কর্তব্যপথে শক্তি প্রদর্শন টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক রেজিমেন্টের। নেতৃত্বে ক্যাপ্টেন সৌরভ অটোয়াল। কর্তব্যপথে কুচকাওয়াজ ইন্দোনেশিয়ার সেনার। রয়েছে ব্যান্ডও।
কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ‘বাঘ মিত্র’ অতুল সিং, যিনি উত্তরপ্রদেশের পিলভিট জেলার মধোতন্ড গ্রামে জীবন্ত বাঘ থেকে গ্রামবাসীদের রক্ষা আজ মানুষের কাছে জনপ্রিয়। এছাড়াও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
হিমাচল প্রদেশের ‘সিন্থু লোক নৃত্য’ প্রদর্শিত হবে। প্রায় ২০০ শিল্পী এই নৃত্যে অংশ নেবেন। ‘জয়তি জয়া মুম ভারতম’ নামে সাংস্কৃতিক অনুষ্ঠানে ৪৫ ধরনের নৃত্য প্রদর্শিত হবে, যেখানে প্রায় ৫০০০ শিল্পী অংশ নেবেন। আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় ১০ হাজার।
দেখুন অন্য খবর-