Friday, October 31, 2025
Homeপুণের পর এবার মধ্যপ্রদেশে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু

পুণের পর এবার মধ্যপ্রদেশে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু

ওয়েব ডেস্ক:  ফের সেতু বিপর্যয়ের ঘটনা। পুণের পর এবার মধ্যপ্রদেশে ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ সেতু। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৬ জন শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রশ্ন উঠছে, কেন এই ধরনের ঘটনা ঘটল?

আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। বৃহস্পতিবারের ঘটনায় বিমানে থাকা একজন যাত্রী শুধুমাত্র প্রাণে বেঁচেছেন। অন্যদিকে, রবিবার কেদারনাথে কপ্টার ভেঙেও শিশু সহ ৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, রবিবার দুপুরে পুণেতে ইন্দ্রায়নী নদীর উপর সেতু ভেঙে মৃত্যু হয়েছে ৪ জনের। তার মাঝে মধ্যপ্রদেশে ফের ঘটল দুর্ঘটনা।

আরও পড়ুন: পুনেতে ভাঙল ব্রিজ, ডবল ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু ৬ নাগরিকের, দেখুন কী অবস্থা

জানা গিয়েছে, রবিবার দুপুরে মধ্য প্রদেশের শিবপুরী জেলার পোহরি হাইওয়ের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ সেতুর একাংশ। সেই সময় সেখানে কাজ করছিলেন ৬ জন শ্রমিক। গুরুতর আহত অবস্থায় সকলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। তবে মনে করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটে থাকতে পারে। যে সংস্থাকে সেতুর কাজের বরাত দেওয়া হয়েছিল, ইতিমধ্যেই ওই সংস্থাকে আইনি নোটিস পাঠানো হয়েছে বলে খবর।

দেখুন অন্য খবর

Read More

Latest News