ওড়িশা: ফের ট্রেন দুর্ঘটনা!(Train Accident) লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস। জানা যাচ্ছে, উল্টে গেছে একাধিক এসি কামরা। জানা যাচ্ছে, বেঙ্গালুরু থেকে কামাক্ষার দিকে যাচ্ছিল ট্রেনটি। তখনই ওড়িশার কটকের স্টেশন ছাড়ার পর ঘটে দুর্ঘটনাটি। ঘটনার জেরে বন্ধ ট্রেন চলাচল।
আরও পড়ুন: টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফিরল না ৪ স্কুল পড়ুয়া, নদিয়ায় হুলুস্থুল
জানা যাচ্ছে একটি বিকট শব্দ পান ট্রেনের যাত্রীরা, আর তারপরেই খবর মেলে বেলাইন হয়েছে ট্রেনের ১১টি বগি। আতঙ্কে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে আসেন ট্রেন থেকে। জানা যাচ্ছে, ট্রেনটি ওড়িশার কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছে দুর্ঘটনা ঘটে।
তবে ট্রেন লাইনচ্যুতর ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর নেই। তবে উদ্ধারকারীর দল এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি ঘটনাস্থলে। যার জেরে ট্রেন থেকে নেমে রেললাইনের ধারেই অপেক্ষা করছেন যাত্রীরা। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে ভাইরাল হয়েছে সেই ট্রেন দুর্ঘটনার ছবি…
Train No 12551 Kamakhya express has met an accident near Dighi Canal, Cuttack (before Manguli Station). Slight Derailment. pic.twitter.com/uWonrUY80k
— Abir Ghoshal (@abirghoshal) March 30, 2025
দেখুন অন্য খবর