ওয়েবডেস্ক- সুন্দরবনে (Sundarban) জাল পাসপোর্ট (Fake Passport) কাণ্ডে গ্রেফতার (Arrest) মূল পান্ডা, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে একাধিক মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার একাধিক পাসপোর্ট অভিযোগে গ্রেফতার ২।
মোবাইল ফোন কম্পিউটার নথিপত্র বাজেয়াপ্ত মোবাইল ফোন একাধিক ব্যক্তি পাসপোর্ট তৈরি করার নাম মোবাইল ফোনে আপলোড করা হয়েছে।
বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার মূলচক্রী উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাট মহকুমার।
আরও পড়ুন- কমিশনের নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে SIR-এর কাজ!
হিঙ্গলগঞ্জ থানায় হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কুলের মাঠ এলাকার বাসিন্দা আব্দুল হামিদ গাজী দীর্ঘদিন ধরে কলকাতা সহ বসিরহাট, বারাসাত, হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষকে বিদেশে কাজের লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। দুবাই, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সহ একাধিক জায়গায় কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ৪৮ ঘন্টা আগে আব্দুল হামিদ গাজীকে গ্রেফতার করে।
তিনদিন পুলিশ হেফাজতের নেওয়ার পরে তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পায় এই চক্র মূল পান্ডা চিরঞ্জিত ঘোষ বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করে এই কম্পিউটার ল্যাপটপ বিভিন্ন নথিপত্র পাওয়া গেছে এ ছাড়া বিভিন্ন দেশের ব্যক্তির নাম তার মোবাইল ফোন ফোনে পাওয়া গেছে বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রচুর পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ।
পুলিশি জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তার সঙ্গে এই কাজে যুক্ত ছিল দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানার বাসিন্দা সেলিম লস্কর। তারা দু’জনে মিলেই ফন্দি এঁটে মানুষকে প্রতারিত করত। কারো কাছ থেকে এক লাখ, কারো কাছ থেকে দেড় লাখ। এমনকি কারো কাছ থেকে তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত আত্মসাৎ করার অভিযোগ রয়েছে এই দুজনের বিরুদ্ধে।
ধৃত রঞ্জিত ঘোষকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। তাকে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এই চক্রের গ্যাংটিকে ধরার চেষ্টা করছে পুলিশ।
দেখুন আরও খবর-







