নতুন বছরে পা দিয়েছি আমরা। শুরু ২০২৬ । জ্যোতিষ শাস্ত্র (Astrology) অনুযায়ী একাধিক গ্রহ তাদের ঘর পরিবর্তন করেছে। যা একাধিক রাশির (Zodiac Sign) জন্য ভালো, আবার অনেক জাতক জাতিকার ক্ষেত্রে কিছুটা হলেও ভুগতে হবে। কর্মক্ষেত্রে একাধিক সমস্যা তৈরি করতে পারে। আবার
মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য বছরের শুরুর দিকটা ভাগ্য সেভাবে সাথ না দিলেও মার্চ-এপ্রিলের দিক থেকে সময় ভালো হতে শুরু করবে। শুভ ফল মিলবে বৃহস্পতির রাশি পরিবর্তনের পরে, জুন মাস থেকে নভেম্বর পর্যন্ত।
বৃষ রাশি: কর্মক্ষেত্রে রাহুর অবস্থান কিছুটা হলেও ভুগতে হবে। তবে বছরের শুরুর দিকটা বেশ ভালো কাটবে। মে মাসের পর থেকে কর্মক্ষেত্রে সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে।
আরও পড়ুন- নতুন বছরেই ‘জ্যাকপট’! সূর্য–মঙ্গলের বিরল সংযোগে কোটিপতি যোগ ৩ রাশির
মিথুন রাশি: কর্মক্ষেত্রে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত নানা জটিলতা দেখা দিতে পারে। জুন মাস থেকে সময় ভালো হবে। আর্থিক উন্নতি। পদোন্নতি, সুনাম বাড়বে।
কর্কট রাশি:বছরের শুরুটা ভালো হবে। এপ্রিল-মে মাস নাগাদ কর্মক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে, বাকি সময় ভাগ্য আপনার সাথ দেবে। আর্থিক উন্নতি
সিংহ রাশি: সিংহ রাশিদের এবার ভালো সময় আসছে। ২০২৫ এর কর্মক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে এই রাশির জাতক-জাতিকারা। এবার জানুয়ারি থেকে আপনাদের সময় ভালো যাবে।
কন্যা রাশি: এই রাশির জাতক-জাতিকাদের এই সময়টা ভালো যাবে। মে মাস থেকে সময় আরও ভালো হবে। জুনের পর থেকে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে, তবে সেটা সাময়িক।
তুলা রাশি: বছরের প্রথম পাঁচ মাস, জানুয়ারি থেকে মে পর্যন্ত কর্মক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেবে। জুন মাস থেকে বছরের পরবর্তী খুব ভালো সময় আসছে। আর্থিক উন্নতি।
বৃশ্চিক রাশি: নতুন বছরে বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে কেতু অবস্থানে ভালো সময় আসছে। ইতিবাচক পরিবর্তন হবে আপনার জীবনে। কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন।
ধনু রাশি: ধনু রাশির কর্মক্ষেত্রের সঙ্গে শনির প্রভাবে বেশ কিছু সময় তৈরি হতে পারে। তবে হঠকারি সিদ্ধান্ত নেবেন না। আয় বুঝে ব্যয় করা প্রয়োজন।
মকর রাশি: নতুন বছরে শুরুর দিকটা ভালোই যাবে, এই রাশির জাতক-জাতিকাদের। মে মাসের পর থেকে আরও ভালো সময় আসবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল মিলবে।
কুম্ভ রাশি: জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনের আগে পর্যন্ত মিশ্র ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। বৃহস্পতির রাশি পরিবর্তনের পর কর্মক্ষেত্রে শুভ যোগ তৈরি হবে।
মীন রাশি: বছরের শুরুর দিকটা ভালোই যাবে এই রাশির জাতক-জাতিকাদের। মে মাসের পর থেকে কর্মক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হতে পারে। এই বছরটা মিশ্র ফল দেবে এই রাশির মানুষগুলিকে।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।







