ওয়ে ডেস্ক: দুর্গাপুজো (Durga Puja 2025) মানেই আনন্দ, আলোকসজ্জা আর ভোগ-প্রসাদে মেতে ওঠা বাঙালি সমাজ। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে, ২০২৫ সালের দুর্গাপুজোর সময়টা সবার জন্য সমান সুখবর নিয়ে আসছে না। পাঁচটি রাশির জাতকদের জন্য এই সময় হতে পারে অশান্তিময় (Rashifol)।
কোন কোন রাশি থাকছে ঝুঁকির মুখে?
জ্যোতিষবিদদের মতে, এ বছর দুর্গাপুজোয় সাবধান থাকতে হবে বৃষ, কর্কট, কন্যা, ধনু ও মকর রাশির জাতকদের।
বৃষ: আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বড় কোনও বিনিয়োগে ঝুঁকি এড়ানোই বুদ্ধিমানের কাজ।
কর্কট: মানসিক চাপ ও পারিবারিক অশান্তি বাড়তে পারে। সম্পর্ক রক্ষা করাই বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুন: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন আজ
কন্যা: কর্মক্ষেত্রে বাধা ও পরিকল্পনা ব্যাহত হওয়ার আশঙ্কা। ধৈর্য ধরে কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ।
ধনু: হঠাৎ খরচ বেড়ে যাওয়া ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। সতর্ক থাকা জরুরি।
মকর: সম্পর্কে টানাপোড়েন ও মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। কথা বলার সময় সংযম রাখা দরকার।
সমাধান কী?
বিশেষজ্ঞদের মতে, দুর্গাপুজোর দিনগুলিতে নিয়মিত পূজা-অর্চনা, মন্ত্রপাঠ, দান-ধ্যান ও আত্মসংযম অশুভ প্রভাব অনেকটাই কমিয়ে দিতে পারে। পাশাপাশি, ব্যয় নিয়ন্ত্রণ ও ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে সমস্যার সমাধান মিলবে।
অন্য রাশির জন্য সুসংবাদ
অন্যদিকে, বাকি রাশির জাতকদের জন্য দুর্গাপুজো ২০২৫ বেশ ইতিবাচক। নতুন সুযোগ, আর্থিক উন্নতি এবং সম্পর্কের স্থিতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
দুর্গাপুজো মানেই দেবীর আগমনে অশুভ শক্তির বিনাশ। তাই অশুভ ইঙ্গিত থাকলেও বিশ্বাস, সতর্কতা ও সৎকর্মের মধ্য দিয়ে কাটিয়ে ওঠা সম্ভব বলেই মনে করছেন জ্যোতিষীরা।
দেখুন আরও খবর: