কলকাতা: রাজভবনে (Raj Bhawan) গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করল বিজেপির (BJP) এক প্রতিনিধি দল। সাক্ষাতে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিযোগ জানানো হয় বলে বিজেপি সূত্রে খবর। প্রতিনিধি দলের দাবি, সংবিধানের শপথ নেওয়া রাজ্যের প্রধান নিজেই সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করেছেন। এই পরিস্থিতিতে রাজ্যপালকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে।
বিজেপি প্রতিনিধি দলের বক্তব্য শোনার পর রাজ্যপাল কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। রাজ্য ভবন সূত্রে খবর, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
আরও পড়ুন: শালতোড়ায় অভিষেকের সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে!
এদিকে ভেতরের খবর অনুযায়ী, রাজ্যের পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন রাজ্যপাল। সেই রিপোর্টে কী উল্লেখ রয়েছে, তা অবশ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
উল্লেখযোগ্য বিষয় হল, বিজেপি কোন নির্দিষ্ট পদক্ষেপ চায়, সে বিষয়ে প্রতিনিধি দল রাজ্যপালের কাছে স্পষ্ট করে কিছু জানায়নি বলেই সূত্রের দাবি। ফলে রাজ্যপালের আশ্বাসের পর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। সব মিলিয়ে, রাজ্য ভবনের এই বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।







