Tuesday, December 30, 2025
HomeScrollক্যানিংয়ে MLA কাপকে ঘিরে বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে আহত বহু 
Canning

ক্যানিংয়ে MLA কাপকে ঘিরে বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে আহত বহু 

আহতদেরকে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়

ক্যানিং– ক্যানিং (Canning) পশ্চিম বিধানসভার (West Assemble) তৃণমূলের বিধায়ক পরেশরাম দাসের (Tmc MLA Pareshram Ram) উদ্যোগে আয়োজিত হয়েছিল ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়াম (Canning Sports Complex Stadium)  এমএলএ কাপ (MLA Cup)। এই খেলাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও হুড়োহুড়িতে পদপিষ্ট হয়েছে অনেকেই।

আহতদেরকে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কলকাতার হাসপাতালে অনেক জনকে স্থানান্তরিত করতে হয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য মাঠে মাইক নিয়ে তাদের চিকিৎসা দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করতে দেখা যায় তৃণমূলের বিধায় পরেশ রাম দাসকে। অধিক ভিড় হয় রবিবার সকাল থেকে খেলা দেখার জন্য।

আরও পড়ুন-  ওড়িশায় আক্রান্ত বাংলার শ্রমিক! এখনও অধরা অভিযুক্তরা

ক্যানিংয়ে এমএলএ কাপ ঘিরে বিশৃঙ্খলা। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স মাঠে এমএলএ কাপ ২০২৫ এর ফাইনাল ছিল সেই ফাইনাল খেলায় এতটাই বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই বিশৃঙ্খলা রুখতে রাস্তায় নামে পুলিশ।

এই ঘটনায় শিশু সহ প্রায় ৭ থেকে ১০ জন আহত হয় তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন খেলার কমিটি। তবে সূত্র মারফত জানা যায় অতিরিক্ত ক্রীড়া প্রেমী মানুষের চাপেই এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে জানা যায়।

Read More

Latest News