Thursday, August 28, 2025
HomeBig newsদেশে দাঙ্গা ও বিভাজন করতে চাইছে বিজেপি: মমতা

দেশে দাঙ্গা ও বিভাজন করতে চাইছে বিজেপি: মমতা

কলকাতা: দেশে দাঙ্গা ও বিভাজন করতে চাইছে বিজেপি। বুধবার সাংবাদিক বৈঠকে বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আরও বলেন, ইদও শান্তিতে পালন হয়েছে। আমরা চাই রামনবমীর মিছিল (Ram Navami Rally) শান্তিপূর্ণ হোক। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভোটের আগে রাম বাম এক হয়ে যায়। মানবিক হন, দানবিক হবেন না, বিজেপির যারা দোসর আছে তারা দেখছি বেশি সাম্প্রদায়িক হয়ে গিয়েছেন। যত বেশি করবেন তত মহাশূন্যে বিলীন হয়ে যাবেন। বাংলা কালচার এর জন্ম দেয়। তাই আমার সবার কাছে আবেদন থাকবে শান্তি বজায় রাখুন, দয়া করে দাঙ্গা করবেন না। আমরা ঝুমলা পার্টিকে মানবো না। রামকৃষ্ণ কে মানবো। আমরা সেই ধর্মকে মানবো যে ধর্ম সকল কে মানিয়ে নায়।

বুধবার নাম না নিলেও মমতার বক্তব্যে উঠে আসে পাথরপ্রতিমার প্রসঙ্গ। তিনি বলেন, ক্র্যাকার বাড়িতে গ্যাস টা ঠিক করে রাখতে পারেন। এই সময়ে সবাই আগুন লাগাতে চায়। এখানে বাড়িতে ক্র্যাকের রাখার কি প্রয়োজন? আপনারা প্লিজ সাবধান হন। এমন কোনও ঘটনা যেন না ঘটে সাবধান হন।এরা যে রামনবমী তে মিছিল করে, সবাই সবার মতো পুজো পালন করবে এটাই তো ধর্ম। ইতিহাস টা জানুন। ইতিহাসটাই শিক্ষা।

আরও পড়ুন:ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে মিছিলের ডাক মমতার

নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা স্বামী বিবেকানন্দকে মানব, জুমলা পার্টিকে মানব না। সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন। যারা মিছিলের নাম করে অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা করে। পঞ্জাবিরাও কৃপাণ নেয়। আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চই করতে পারবেন। পুলিশের বিধিনিষেধ মেনে। অন্য জায়গায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। একই সঙ্গে রামনবমীর মিছিলে তাঁর কোনও আপত্তি নেই বলে স্পষ্ট করেছেন মমতা।

দেখুন ভিডিও

 

Read More

Latest News