Friday, August 22, 2025
HomeScrollবহুতল থেকে মারণ ঝাঁপ! একটুর জন্য রক্ষা

বহুতল থেকে মারণ ঝাঁপ! একটুর জন্য রক্ষা

কলকাতা: ফের শহর কলকাতায় আত্মহত্যার চেষ্টা এক আইটি কর্মীর। নিউটাউনের আইটি সেক্টারের বহুতল থেকে ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা সেই ব্যক্তির। কিন্তু আত্মহত্যার চেষ্টা করলেও সেই উদ্দেশ সফল হয়নি তার। বরং আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিউটাউনের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুন: ‘ভুতুড়ে ভোটার’ আবহে ‘এক ভোটার এক এপিক’ করার পদক্ষেপ নেবে কমিশন

যেই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন তিনি বছর ৪০ এর দৈপায়ন ভট্টাচাৰ্য। আইটি ফিল্ডে কাজ করেন তিনি। যেই বিল্ডিংয়ে তার অফিস সেই বিল্ডিংয়ের ছয় তলা থেকে ঝাঁপ মারে সেই ব্যক্তি। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে কেন এমন ঘটনা ঘটল। প্রাথমিক অনুমান কাজের চাপেই হয়তো এমন পদক্ষেপ গ্রহণ করেছে সে। কিন্তু আসলে কি কারণ তা এখন তদন্ত সাপেক্ষ।

দেখুন অন্য খবর

Read More

Latest News