Sunday, September 21, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollফের দুর্যোগ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
Rain Alert

ফের দুর্যোগ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

মহালয়ার দিন কেমন থাকবে কলকাতার আকাশ

ওয়েবডেস্ক- আজ মহালয়া (Mahalaya)। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। বৃষ্টির (Rain) ভ্রুকুটি কী থাকবে, না দুর্গাপুজোয় স্বস্তি দেবে বৃষ্টি! এই প্রশ্নই ঘোরাফেরা করছে সকলের মনে।

রবিবারের সকাল থেকেই আবহাওয়ার (Weather ForeCast) খামখেয়ালিপনা শুরু হয়ে গিয়েছে। কারণ কখনও রোদের ঝিলিক আবার কখনও মেঘ ঢেকে (Cloudy Sky) দিচ্ছে আকাশকে। কলকাতায় মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়ে আলিপুর আবহাওয়া দফতর। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর আকাশ পুরোপুরি মেঘলাই থাকবে। সেইসঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও বাড়বে। সোমবারও একই পরিস্থিতি চলবে। গোটা দক্ষিণবঙ্গজুড়েই (South Bengal Weather) বৃষ্টির পূর্বাভাস থাকছে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা। দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার এই তিন জেলার সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

সেইসঙ্গে উত্তরবঙ্গে (North Bengal Weather) ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে। যার ফলে পুজোর সময়েও বৃষ্টি চলবে। সোমবারে পার্বত্য এলাকা এবং মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার উত্তরের আটটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন- মহানগরের মহাপুজোয় ত্রিধারা

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি এগিয়ে ২২ সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। ২৫ সেপ্টেম্বর উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। সেইসঙ্গে উপকুলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা-সহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে।

দেখুন আরও খবর-

Read More

Latest News