Friday, January 2, 2026
HomeScrollস্বস্তির খবর ভারতীয় শিবিরে! হাসপাতাল থেকে ছাড়া পেলেন গিল
Subhman Gill

স্বস্তির খবর ভারতীয় শিবিরে! হাসপাতাল থেকে ছাড়া পেলেন গিল

তিনি গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে!

ওয়েব ডেস্ক : ভারতীয় শিবিরে স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমন গিল (Shubman Gill)। রবিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বলে খবর। তবে আরও বেশ কিছুদিন চিকিৎসার মধ্যে থাকবেন ভারতীয় তারকা ব্যাটার। জানা যাচ্ছে, আপাতত ভারত অধিনায়ককে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে তিনি গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

জানা যাচ্ছে, শুভমনের (Shubman Gill) ইন্টার স্পাইনাস লিগামেন্টে ইনজুরি হয়েছে। সঙ্গে তাঁর ঘাড়ো রয়েছে ডিস্ক সংক্রান্ত সমস্যা। সেই কারণে শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ বল খেলে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। এর পর শনিবারেই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে কারণে ইডেন টেস্ট খেলতে পারেননি তিনি। তবে হাসপাতালে একদিন থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হল।

 

আরও খবর : ২৮ বছর পর ফুটবল বিশ্বকাপের নরওয়ে!

 

অন্যদিকে রবিবার বিকেলে শুভমনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সূত্রের খবর, প্রায় ১০ মিনিট সেখানে ছিলেন তিনি। তাঁর স্বাস্থ্যের খোঁজের পাশাপাশি ইডেনের টেস্ট নিয়েও আলোচনা হয় দু’জনের মধ্যে। তবে এই ব্যাথার কারণে আগামী ২২ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি আর মাঠে নামতে পারবেন না বলে মনে করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে খবর, শুভমনের ঘাড়ের সমস্যার অনেকটা উন্নতি হয়েছে। সেই কারণেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতীয় বোর্ড সূত্রে খবর, শনিবার ম্যাচের আগেই ব্যাথা অনুভব করেছিলেন শুভমন। তার পর খেলতে নেমে ব্যাথা বেশি হলে তিনি মাঠ ছাড়েন। সতর্কতামূলক কারণে তাঁকে রাখা হয়েছিল আইসিইউ’তে। তবে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও এখনও স্টিফনেস রয়েছে তাঁর ঘাড়ে। তবে আপাতত বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News