ওয়েব ডেস্ক : গত সমরশুমে প্রথমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangaluru)। কিন্তু সেই জয় নিয়ে সেলিব্রেশনের দিন ঘটে গিয়েছিল ভয়াবহ দুর্ঘটনা। পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছিল ১১ জনের। এই ঘটনায় এবার বড়সড় পদক্ষেপ করল কর্নাটক সরকার (Karnataka Government)। এ নিয়ে কর্নাটকের পূর্ত দফতরের তরফে কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে একটি নোটিস দেওয়া হয়েছে। সেই নোটিসে চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) সুরক্ষা সংক্রান্ত উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
পদ পিষ্টের ঘটনার পর সম্প্রতি হয়ে যাওয়া মহিলাদের বিশ্বকাপ সরানো হয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে। এবার মনে করা হচ্ছে, আগামী মরশুমে আইপিএলের (IPL) ম্যাচও এই স্টেডিয়াম থেকে সরতে পারে। সেই ম্যাচগুলি পুণের গাহুঞ্জেতে হতে পারে। তবে এ নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
আরও খবর : দেশকে আন্তর্জাতিক স্তরে পদক এনে দিল সবজি বিক্রেতার ছেলে
প্রসঙ্গত, পূর্ত দফতরের লিজ নেওয়া ১৭ একরের জমির উপরেই তৈরি হয়েছে চিন্নস্বামী স্টেডিয়াম (Chinnaswamy Stadium)। তবে পদপিষ্টের ঘটনার পরেই, সব বদলে গিয়েছে। দর্শকদের জন্য ওই স্টেডিয়াম আদৌ নিরাপদ কি না, তা এবার প্রমাণ করতে হবে কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশকে। সেই রিপোর্ট যথাযত পেলেই চিন্নাস্বামীতে আইপিএল-এর ম্যাচ গুলি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ১৮ বছর অপেক্ষার পরে গত মরশুমে আইপিএল ট্রফি হাতে তুলেছিল আরসিবি (RCB)। পরে অন্যদিন দলের সেলিব্রেশনের সময় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অন্তত ৪৭ জন। সেই ঘটনার পরেই স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করে কর্নাটক হাই কোর্ট। তার পর থেকে কর্নাটক সরকার ও কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন একে অপরের বিরুদ্ধে দায় ঠেলাঠেলি করছে। তার মাঝেই এবার স্টেডিয়ামে সুরক্ষা সংক্রান্ত উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হল সরকারের তরফে।
দেখুন অন্য খবর :







