Wednesday, October 22, 2025
Homeবিরাটদের দেখতে জমায়েত ৮ লাখ? বয়ান বদল কর্নাটক সরকারের

বিরাটদের দেখতে জমায়েত ৮ লাখ? বয়ান বদল কর্নাটক সরকারের

ওয়েব ডেস্ক: ১৮ বছরের খরা কাটিয়ে বিরাট কোহলিরা (Virat Kohli) আইপিএল ট্রফি (IPL Trophy) জিতেছেন। তিনবার ফাইনালে উঠেও হাতছাড়া হয়েছিল। কর্নাটকবাসী (Karnataka) ঝেঁপে এসেছিলেন বেঙ্গালুরু (Bengaluru) শহরে। গার্ডেন সিটিতে আইপিএল চ্যাম্পিয়ন রজত পাতিদারদের স্বাগত জানাতে গিয়ে বাঁধ ভাঙে জনতার। ৩৫ হাজারের স্টেডিয়ামে ঢুকে পড়েছিলেন লাখ-লাখ ক্রিকেট ভক্ত। অনিয়ন্ত্রিত ভিড়ের জন্যই পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু। ৪৭ জন জখম। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের দাবি, মেট্রোর টিকিট কাটা সহ বিভিন্ন তথ্য থেকে পরিষ্কার ৮ লাখেরও বেশি মানুষ জমায়েত করেছিলেন। আমাদের ধারণা ছিল বিধান সৌধ ও স্টেডিয়াম দুটি জায়গা মিলিয়ে ১ লক্ষ ২৫ হাজার লোক হতে পারে। তবে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বুধবারই দাবি করেছিলেন, আড়াই লাখ লোক হয়েছিল। তবে একটি তথ্যে দাবি করা হচ্ছে, বিধান সৌধে ভিআইপিদের নিরাপত্তার জন্য বিশাল সংখ্যক পুলিসকর্মী মোতায়েন ছিল। সেই তুলনায় সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিশাল জমায়েতের স্টেডিয়ামে নিরাপত্তাকর্মী তুলনায় অনেক কম ছিল।

কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ৮ লাখ ৭০ হাজার মেট্রোর টিকিট বিক্রি হয়েছিল। এর আগে ক্রিকেটের জন্য এত মানুষের জমায়েত হয়নি। এই নিয়ে আরসিবি কর্তৃপক্ষ ও কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছি। মৃতরা প্রত্যেকেই ৪০ বছরের নীচে। তার মধ্যে ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রীও রয়েছে।

আরও পড়ুন: মোদি সরকারের প্রথম জনগণনায় বিরাট চমক

তথ্য অনুযায়ী, বুধবার বেলা ৩ টে ১৪ মিনিটে আরসিবি জানায়, বিনামূল্যে পাস দেওয়া হবে। যে ঘোষণার পরেই স্টেডিয়ামের মুখে লোক বেড়ে যায়। টিকিট দেওয়ার ক্ষেত্রে কোনও নিয়ন্ত্রণ ছিল না। প্রবেশের ক্ষেত্রে কোনও প্রটোকল ছিল না। অনেকে ব্যারিকেড ও গেটের উপরে উঠে টপকে যান।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News