Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollকৃষ্ণনগর পালপাড়া দাসপাড়া বারোয়ারির এবারের ভাবনা: নেপালের জানকী মন্দির
Durga Puja 2025

কৃষ্ণনগর পালপাড়া দাসপাড়া বারোয়ারির এবারের ভাবনা: নেপালের জানকী মন্দির

এ বছরও পুজোর দিনগুলিতে থাকছে বাংলা লোকসংস্কৃতি ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান

কৃষ্ণনগর: কৃষ্ণনগর (Krishnanagar) পালপাড়া (Palpara) দাসপাড়া বারোয়ারির এবারের পুজো মণ্ডপ সাজছে নেপালের (Nepal) জনকপুরের বিখ্যাত জানকী মন্দিরের আদলে। আনুমানিক প্রায় ৪৬ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই থিম মণ্ডপ। এ ছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকেও আর্থিক অনুদান পাওয়া গেছে বলে আয়োজকরা জানিয়েছেন (Durga Puja 2025)।

প্রতিবছরের মতো এ বছরও পুজোর দিনগুলিতে থাকছে বাংলা লোকসংস্কৃতি ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজক কমিটির দাবি, দর্শনার্থীদের জন্য বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা হবে বিশেষ আকর্ষণ।

আরও পড়ুন: চোলাই মদের কারবারে পুলিশি অভিযান, পুজোর আগে স্বস্তিতে এলাকাবাসী

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরেই মহালয়ার (Mahalaya) পুণ্য তিথিতে ভার্চুয়ালি উদ্বোধন হবে এই পুজো মণ্ডপের। এদিকে শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News