Friday, December 26, 2025
HomeScrollফিরে দেখা: পহেলগাম হামলা থেকে অপারেশন সিঁদুর, দেশ কাঁপানো ঘটনার বর্ষপঞ্জি
Look Back 2025

ফিরে দেখা: পহেলগাম হামলা থেকে অপারেশন সিঁদুর, দেশ কাঁপানো ঘটনার বর্ষপঞ্জি

কলকাতা টিভি ডিজিটালে ফিরে দেখুন ২০২৫...

ওয়েব ডেস্ক: ২০২৫ সাল ভারতের ইতিহাসে রয়ে যাবে আতঙ্ক, প্রতিবাদ, গর্ব আর বিতর্কের মিশেলে। বছরের শুরু থেকেই একের পর এক ঘটনায় বারবার কেঁপে উঠেছে দেশ। কলকাতা টিভি ডিজিটালে (Kolkata Tv Digital) ফিরে দেখা ২০২৫ (Look Back 2025)।

পহেলগাম জঙ্গি হামলা
২০২৫ সালের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা পহেলগাঁওয়ে। ধর্ম জিজ্ঞেস করে ২৬ জন নিরীহ নাগরিককে হত্যা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। গোটা দেশ শোকস্তব্ধ হয়ে পড়ে। উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা ব্যর্থতা নিয়ে তীব্র প্রশ্ন ওঠে।

অপারেশন সিঁদুর
পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানের ভিতরে ঢুকে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে ধ্বংস হয় একাধিক জঙ্গিঘাঁটি ও অন্তত ১১টি পাক বায়ুসেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। শতাধিক জঙ্গি ও বহু পাক সেনার মৃত্যুর দাবি করে ভারত। বিশ্বমঞ্চে প্রশংসা কুড়োয় এই অভিযান।

আরও পড়ুন: ফিরে দেখা: রাজনীতি থেকে যুদ্ধ, দুর্যোগ থেকে মহাকাশ অভিযান, বিশ্ব কাঁপানো সেরা ঘটনা

মহাকুম্ভ
১৪৪ বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভে কোটি কোটি পুণ্যার্থীর সমাগম হলেও অব্যবস্থার অভিযোগ ওঠে। মেলা চত্বরে ও যাত্রাপথে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়। দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণ যায় ১৮ জনের।

আইপিএল বিজয়োৎসবের বিষাদ
১৮ বছর পর আইপিএল জিতে বেঙ্গালুরু উৎসবে মাতে। কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়, আহত হন বহু। স্টেডিয়াম নিষিদ্ধ ঘোষণার মতো কড়া সিদ্ধান্ত নিতে হয়।

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা
জুন মাসে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ভেঙে পড়ে মেডিক্যাল কলেজের উপর। ২৬০ জনের মৃত্যুতে দেশ স্তব্ধ হয়ে যায়। প্রাথমিক তদন্তে ইঞ্জিনের জ্বালানি ‘কাটঅফ’ নিয়ে বিতর্ক তৈরি হয়।

দিল্লি বিস্ফোরণ
নভেম্বর মাসে লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ৯ জনের। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।

ট্রাম্প ট্যারিফ
অপারেশন সিঁদুর ও রাশিয়া থেকে তেল কেনাকে কেন্দ্র করে ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। প্রভাব পড়ে দেশের শিল্প ও বাজারে।

ওয়াকফ
নতুন ওয়াকফ আইন ঘিরে দেশজুড়ে বিক্ষোভ হয়। বহু জায়গায় তৈরি হয় উত্তেজনা।

এসআইআর ও পথকুকুর রায়
ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের রায় ঘিরে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক চলেছে বছরজুড়ে।

পথকুকুর নিয়ে সুপ্রিম রায় 

পথকুকুর সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গত আগস্টে রাজপথ থেকে সব পথকুকুর সরানোর চাঞ্চল্যকর রায় দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই রায়ের জেরে দেশজুড়ে শুরু হয়েছিল পশুপ্রেমীদের প্রতিবাদ ও আন্দোলন। পরবর্তীতে কিছুটা নরম অবস্থান নেয় আদালত। এবার নতুন নির্দেশে স্পষ্ট করে জানানো হয়েছে, কিছু নির্দিষ্ট জায়গা একেবারেই পথকুকুরমুক্ত করতে হবে।

মেসি কলকাতা ট্যুরে বিশৃঙ্খলা, গ্রেফতার আয়োজক, পদত্যাগ ক্রীড়ামন্ত্রীর

লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে চরম উত্তেজনা শেষমেশ রূপ নেয় বিশৃঙ্খলায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে গ্যালারি থেকে বোতল ছোড়া ও ব্যানার ছেঁড়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়।
ঘটনার দায়ে আয়োজক শতদ্রু দত্ত গ্রেফতার হন বিমানবন্দর থেকে। পদত্যাগ করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ একাধিক শীর্ষ কর্তার বিরুদ্ধে শোকজ, সাসপেন্ড হন বিধাননগরের ডেপুটি কমিশনার অনীশ সরকার।

লালকেল্লার কাছে বিস্ফোরণ, নাশকতার জল্পনা উড়িয়ে দিল তদন্ত

দিল্লির লালকেল্লার কাছে জনবহুল এলাকায় বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ায়। প্রথমে নাশকতার আশঙ্কা করা হলেও তদন্তে উঠে আসে ভিন্ন কারণ। ঘটনার পর লালকেল্লা চত্বর জুড়ে নিরাপত্তা জোরদার, বাড়ানো হয় নজরদারি।

অস্কারে ইতিহাস! ‘RRR’-এর জয়, বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার জয়গান

এস এস রাজামৌলির ‘RRR’ অস্কারে বড় সাফল্য এনে দেয় ভারতীয় সিনেমাকে। ‘নাটু নাটু’-র পর এই স্বীকৃতি হয়ে ওঠে দেশের গর্বের মুহূর্ত, বিশ্বজুড়ে প্রশংসায় ভাসে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি।

২০২৫-এ বারবার বিভ্রাট, তবু ঘুরে দাঁড়ানোর আশ্বাস ইন্ডিগোর

চলতি বছরে একাধিক প্রযুক্তিগত সমস্যা ও ফ্লাইট দেরিতে বারবার খবরের শিরোনামে ইন্ডিগো। তবে একই সঙ্গে নতুন রুট ও বিমান যুক্ত করে পরিষেবা উন্নয়নের প্রতিশ্রুতি দেয় সংস্থা।

ইতিহাস গড়ল ভারত! মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়

মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে দুর্দান্ত জয় তুলে নেয় ভারত। প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে ভারতীয় মহিলা দল—দেশজুড়ে উৎসবের আবহ।

ইসরোর সাফল্যে বিশ্বে ভারতের দাপট, একের পর এক সফল মিশন

২০২৫ সালে একাধিক সফল মহাকাশ অভিযানে নজির গড়ে ইসরো। নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ ও গভীর মহাকাশ গবেষণায় সাফল্য ভারতের বিজ্ঞানচর্চাকে পৌঁছে দেয় নতুন উচ্চতায়।

Read More

Latest News