Wednesday, September 24, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeআরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

ওয়েব ডেস্ক: টানা তিনদিন ধরে বঙ্গে বৃষ্টি। তবে শুক্রবার (friday) থেকে আবহাওয়ার অনেকটা পরিবর্তন ( weather change) হবে। গত ৩ দিন একনাগারে বৃষ্টি হয়েছে দক্ষিণের (south bengal) বিভিন্ন জেলায়। শুক্রবার সকাল থেকেও আকাশের মুখভার। শহর কলকাতায় (kolkata) নেই রোদের দেখা। নিম্নচাপের জেরে কমলা সতর্কতা (orange alert) জারি করা হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। রবিবার ফের ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। উত্তরের দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়িতে জারি কমলা সতর্কতা। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি জারি রাজ্যজুড়ে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রাবারও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আপাতত চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে ২৫ জুন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: এসএসসি-র ভাতাতে স্থগিতাদেশ হাইকোর্টের, এবার কী হবে?

গাঙ্গেয় নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে সরে এই মুহূর্তে উত্তর-পূর্ব ঝাড়খণ্ডের দিকে সরছে। এর ফলে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। শনিবার পর্যন্ত অতিভারী বা ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে ঝড়ো হাওয়া বইবে বলে জানা গিয়েছে। দু এক জেলায় আংশিক মেঘলা আকাশও থাকবে। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে বাড়বে বৃষ্টি। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আগামী ২৫ জুন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২২, ২৩ ও ২৪ জুন উত্তরবঙ্গের উপরের পাঁচজেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News