Thursday, October 30, 2025
Homeবঙ্গে বর্ষার প্রবেশ, কোন কোন জেলায় জারি সতর্কতা? দেখুন

বঙ্গে বর্ষার প্রবেশ, কোন কোন জেলায় জারি সতর্কতা? দেখুন

কলকাতা: গত মঙ্গলবার রাজ্যে পুরোপুরি বর্ষা (WB Monsoon) প্রবেশ করেছে। বর্ষার আগমনের সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়েছে নিম্নচাপ, যার জেরে দক্ষিণবঙ্গজুড়ে কয়েকদিন টানা বৃষ্টি (South Bengal Rain Forecast) হচ্ছে। বৃষ্টির হাত ধরে নিম্নমুখি পারদ। বৃহস্পতিবার দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছে।  আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর-পূর্ব ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে।

ধীরে ধীরে নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরবে। এর প্রভাবে বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা (Kolkata RainForecast) ও আশপাশের এলাকাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শুক্রবার থেকে আবার বৃষ্টির মাত্রা বাড়তে পারে।
রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও।

আরও পড়ুন:অতি সংকটজনক অভিজিৎ, উডল্যান্ডস থেকে এইমসের পথে

শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নেই। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি তিনটি জেলায় কোনও সতর্কতা জারি করা হয়নি। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দেখুন ভিডিও

YouTube player
Read More

Latest News