Friday, November 14, 2025
HomeScrollশিয়ালদহ ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজ, একাধিক লোকাল ট্রেনের সময় বদল
Maintenance work in Sealdah division

শিয়ালদহ ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজ, একাধিক লোকাল ট্রেনের সময় বদল

বেশ কয়েকটি ট্রেন চলাচলে নিয়মে বদল আনা হয়েছে

কলকাতা: শিয়ালদহ–বিধাননগর রোড (Sealdah-Bidhannagar) স্টেশনের মাঝে ব্রিজ নম্বর ০১–এর ৫ নম্বর লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৭ নভেম্বর রাত ১১:৪৫ থেকে ১৮ নভেম্বর ভোর ৩:৩০ পর্যন্ত মোট ২২৫ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লক ঘোষণা করেছে পূর্ব রেল (Eastern Railways)। এর ফলে বেশ কয়েকটি ট্রেনের চলাচলে পরিবর্তন আনা হবে।

বাতিল ট্রেন (১৭.১১.২০২৫):

৩২২৪৯ শিয়ালদহ–ডানকুনি লোকাল
৩২২৫২ ডানকুনি–শিয়ালদহ লোকাল
৩১৪৪৭ সিয়ালদহ–নৈহাটি লোকাল
৩১৪৫০ নৈহাটি–শিয়ালদহ লোকাল

আরও পড়ুন: ডেলিভারি বয়ের জীবন রক্ষা করল কলকাতা মেডিকেল কলেজ

শর্ট টার্মিনেশন / শর্ট অরিজিনেশন:

৩১৫৪২ শান্তিপুর–শিয়ালদহ লোকাল
→ ১৭ নভেম্বর ব্যারাকপুরে শর্ট টার্মিনেট হবে
৩১৫১১ শিয়ালদহ–শান্তিপুর লোকাল
→ ১৮ নভেম্বর ব্যারাকপুর থেকে শর্ট অরিজিনেট হবে

সময় পরিবর্তন:
৫৩১৭১ শিয়ালদহ–লালগোলা প্যাসেঞ্জার
→ ১৮ নভেম্বর ৩:৪৫ এর বদলে সকাল ৪:১৫-এ শিয়ালদহ থেকে ছাড়বে

রেল কর্তৃপক্ষ যাত্রীদের হওয়া অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং প্রয়োজনে বিকল্প ট্রেনের সময়সূচি দেখে যাত্রা করার অনুরোধ জানিয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News