Saturday, October 11, 2025
HomeScrollঝাড়খণ্ডে মাও সন্ত্রাস, আইডি বিস্ফোরণে শহিদ সিআরপিএফ জওয়ান
Maoist Terror

ঝাড়খণ্ডে মাও সন্ত্রাস, আইডি বিস্ফোরণে শহিদ সিআরপিএফ জওয়ান

অভিযান চলাকালীন  বিস্ফোরণ, আহত আরও ২ CRPF জওয়ান

ওয়েবডেস্ক- অমিত শাহের হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! মাও সন্ত্রাসে ফের উত্তপ্ত ঝাড়খণ্ড। মাওবাদীদের পোঁতা আইডি বিস্ফোরণে প্রাণ হারালেন সিআরপিএফের প্রধান কনস্টেবল জওয়ান। মৃতের না মহেন্দ্র লস্কর। জখম হয়েছেন আরও দুই সিআরপিএফ জওয়ান।

জঙ্গলে লুকিয়া আইডি পুঁতে রাখা মাওবাদীদের অতি পুরনো কৌশল। বহু জওয়ান এর আগেও এইভাবে প্রাণ হারিয়েছেন। সেই ঘটনারই পুনরাবৃত্তিতে হল। জঙ্গলে মাটির নিচে আইডি পোঁতা ছিল। অভিযান চলাকালীন  অসাবধানতা বশত পা পড়তেই এই বিস্ফোরণ।

শুক্রবার রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, ঝাড়খণ্ডের চাইবাসায় কয়েকজন মাওবাদী লুকিয়ে রয়েছে। জঙ্গল ঘেরাও করে অভিযানে নামে সিআরপিএফ জওয়ান। সেই অভিযান চলাকালীন মাটির নিচে পুঁতে রাখা বিস্ফোরকে পা দিয়ে ফেলেন জওয়ান মহেন্দ্র লস্কর। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাউরকেলার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছেন আরও দুই সিআরপিএফ জওয়ান। বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।

আরও পড়ুন- IPS অফিসারের মৃত্যুর ঘটনায় অপসারিত হলেন দুই পুলিশ কর্তা!

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ নির্মূল ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  অভিযানের গতি বেড়েছে ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো মাও অধ্যুষিত এলাকায়। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের নিশ্চিহ্ন করতে ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News