২০২৫ সালের শেষ মাস ডিসেম্বর। একটি উৎসব মুখর মাস এটি। এই মাস জুড়ে হাইলাইটে থাকছে বুধ (Mercury changes) গ্রহ। মোট পাঁচ বার গতিপথ পরিবর্তন করবে। এই তিন রাশির (Zodiac Sign) কেরিয়ারে (Career Progress) উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।
তুলা- বুধের বার বার গ্রহ পরিবর্তনে কেরিয়ারে উল্লেখযোগ্য উন্নতি এই রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধি সহ একাধিক সুযোগ আসবে। কর্তৃপক্ষের সুনজরে আসবে। সহকর্মীদেরও সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের ব্যবসার বিস্তার ঘটবে।
সিংহ – বুধের প্রভাবে কেরিয়ারে উন্নতি। এতদিন কেরিয়ার, কর্মজগত নিয়ে আপনি যে বাধার সম্মুখীন হচ্ছিলেন, এবার তা সেই বাধা আপনি সহজেই অতিক্রম করবেন। বেকার বা যারা চাকরি খুঁজছেন প্রতিষ্ঠিত নামী সংস্থায় কাজের সুযোগ পাবেন। সঞ্চয় হবে।
আরও পড়ুন- ডিসেম্বরের প্রথম সপ্তাহ কেমন কাটবে?
মকর- বুধ গ্রহের বার বার রাশি পরিবর্তনে কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন। নানা দিক দিয়ে কাজের সুযোগ আসবে। কেরিয়ারে বসে সুনজরে থাকবেন। বেতনও বাড়বে। কাজের জন্য বিদেশ যাত্রা হতে পারে। কর্মক্ষেত্রে নাম, খ্যাতি, সাফল্য আসবে। মানুষের কাছে পরিচিতি বাড়বে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।







