Thursday, November 27, 2025
HomeScrollবিশাখা নক্ষত্রে বুধের প্রবেশ, মালামাল হবে এই তিন রাশি
Visakha Nakshatra

বিশাখা নক্ষত্রে বুধের প্রবেশ, মালামাল হবে এই তিন রাশি

বুধের নক্ষত্র পরিবর্তন এই ১২ রাশির উপরেই তাদের প্রভাব ফেলবে

ওয়েবডেস্ক- বিশাখা নক্ষত্রে (Visakha Nakshatra)  বুধের প্রবেশ (Mercury Enters) , আর্থিক বাধা দূর হবে এই তিন রাশির (Zodiac Sign)। বুধের নক্ষত্র পরিবর্তন এই ১২ রাশির উপরেই তাদের প্রভাব ফেলবে। তবে বিশেষভাবে উপকৃত হবে তিন রাশির জাতক-জাতিকারা। বিশাখা বৃহস্পতিবার নক্ষত্র।

মিথুন রাশি- এই রাশির অধিপতি গ্রহ হল বুধ। এই গোচর মিথুন রাশির জাতক-জাতিকাদের আর্থিক ভাগ্য উজ্জ্বল করবে। সমস্ত প্রকারের আর্থিক বাধা দূর হবে। এত যে আর্থিক বাধার সম্মুখীন হতে হচ্ছিল, সেই সমস্ত কিছু দূর হবে। কাজের জায়গাতেও আপনি অর্থের মুখ দেখবেন।

তুলা রাশি- সমস্ত আর্থিক বাধা দূর হবে। বলা যেতে পারে সব থেকে বেশি লাভবান হবে এই রাশির জাতক-জাতিকারা। কাজের ক্ষেত্রে আর্থিক শ্রী বৃদ্ধি হবে। অপ্রত্যাশিত অর্থাগম হবে।

আরও পড়ুন- বছরের শেষ থেকেই বিয়ের ফুল ফুটবে এই রাশির জাতক-জাতিকাদের

বৃশ্চিক রাশি- বুধের গোচর এই রাশির জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্য নিয়ে আসছে। আর্থিক উন্নতি। অর্থ উপার্জন হবে। বিনিয়োগ করতে পারেন, লাভবান হবেন।

 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Read More

Latest News