Tuesday, January 27, 2026
HomeScrollআজ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট
Bank Strike

আজ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট

ব্যাঙ্ক পরিষেবায় বড়সড় ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা

নয়াদিল্লি: আজ মঙ্গলবার দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) প্রভাব পড়তে চলেছে। এর ফলে ব্যাঙ্ক পরিষেবায় বড়সড় ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যাঙ্কে যাওয়ার আগে পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন কর্তৃপক্ষ, নচেৎ শাখায় গিয়ে গ্রাহকদের খালি হাতে ফিরতে হতে পারে।

‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন’ (UFBU)-এর ডাকে এই দেশব্যাপী ধর্মঘট অনুষ্ঠিত হচ্ছে। ব্যাঙ্ক কর্মীদের দীর্ঘদিনের দাবি, সপ্তাহে পাঁচ দিন কাজের নিয়ম (5-day work week) অবিলম্বে কার্যকর করতে হবে। এই দাবিকে কেন্দ্র করেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মিশনে সদা প্রস্তুত ‘ভৈরব বাহিনী’, রেড রোডের প্যারেডে সেনার বিশেষ শক্তির ঝলক

উল্লেখযোগ্যভাবে, রবিবার (২৫ জানুয়ারি) এবং প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) উপলক্ষে টানা দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকার পর আজকের ধর্মঘট গ্রাহকদের ভোগান্তি আরও বাড়াতে পারে বলে আশঙ্কা। গত ২৩ জানুয়ারি মুখ্য শ্রম কমিশনারের সঙ্গে ব্যাঙ্ক ইউনিয়নগুলির বৈঠক হলেও কোনও সমাধানসূত্র বেরোয়নি। বৈঠকে দাবি পূরণের বিষয়ে আশ্বাস না মেলায় ৯টি ব্যাঙ্ক ইউনিয়নের যৌথ মঞ্চ UFBU এই ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকে।

আজকের ধর্মঘটে মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতেই সবচেয়ে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), ব্যাঙ্ক অফ বরোদা, ক্যানারা ব্যাঙ্ক-সহ অন্যান্য সরকারি ব্যাঙ্কের শাখাগুলিতে পরিষেবা ব্যাহত হতে পারে।

অন্যদিকে, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক এবং Axis ব্যাঙ্কের মতো বেসরকারি ব্যাঙ্কগুলিতে পরিষেবা মোটামুটি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। কারণ, এই ব্যাঙ্কগুলির কর্মীরা সাধারণত ধর্মঘটে অংশগ্রহণকারী ইউনিয়নের সদস্য নন।

ধর্মঘটের জেরে আজ ব্যাঙ্কের শাখায় গিয়ে নগদ টাকা জমা ও তোলা, চেক ক্লিয়ারেন্স, ডিমান্ড ড্রাফট তৈরি-সহ একাধিক কাউন্টার পরিষেবা ব্যাহত হতে পারে। তবে নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, UPI পরিষেবা এবং ATM পরিষেবা চালু থাকবে। যদিও টানা ছুটির কারণে কিছু এলাকায় ATM-এ নগদের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই গ্রাহকদের জানিয়েছে, ধর্মঘটের কারণে শাখায় পরিষেবা ব্যাহত হতে পারে। জরুরি লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের ডিজিটাল মাধ্যমে কাজ সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Read More

Latest News