ওয়েব ডেস্ক: এবার ঘরে বসেই আধার কার্ডে (Aadhaar Card) রেজিস্টার্ড মোবাইল নম্বর বদলাতে পারবেন। এবার আধার নিয়ন্ত্রণকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই(UIDAI) একটি নতুন ডিজিটাল পরিষেবা ঘোষণা করেছে। এই ডিডিটাল পরিষেবার মাধ্যমে ফেস অথেনটিকেশন ও OTP যাচাইয়ের মাধ্যমে আপডেট করা যাবে মোবাইল নম্বর। এই পরিষেবাটি প্রবীন নাগরিকদের জন্য অ্যন্ত লাভজনক বলেই মনে করা হচ্ছে।
আধার নিয়ন্ত্রণকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জানা গিয়েছে, এখন থেকে কোনও নথিপত্র আর কাগজ আকারে দেখানোর প্রয়োজনীয়তা নেই।
- প্রথমে, ব্যবহারকারীদের আধার অ্যাপটি ডাউনলোড করতে হবে।
- ব্যবহারকারীদের তাদের আধার নম্বর এবং নতুন মোবাইল নম্বর দিতে হবে।
- পুরনো বা নতুন নম্বরে OTP যাচাইকরণ পাঠানো হবে।
- এর পরে স্মার্টফোন ক্যামেরা ব্যবহার করে ফেস অথেনটিকেশন সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন : মৃত, শিফটেডদের পরিসংখ্যান এখনও আপলোড করা হচ্ছে না কেন? প্রশ্ন কমিশনের
অন্যদিকে, নতুন আধার অ্যাপটির অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন…
- আপনার ই-আধার সর্বদা আপনার সঙ্গে থাকবে, কাগজের কপির প্রয়োজন হবে না।
- ফেস স্ক্যান শেয়ারিং: আপনার আইডি শেয়ার করার জন্য আপনাকে কেবল আপনার মুখ স্ক্যান করতে হবে; এটি পিন বা ওটিপির মতোই নিরাপদ।
- নিরাপদ লগইন: এই অ্যাপটি বায়োমেট্রিক্স দিয়ে খোলে।
- হিন্দি এবং ইংরেজি সহ একাধিক ভাষায় পাওয়া যায়।
- আপনার কাছে ইন্টারনেট না থাকলেও আপনি আপনার আধার অ্যাক্সেস করতে পারবেন।
এই অ্যাপ ব্যবহারকারীরা কী কী সুবিধা পাবেন? যেহেতু, সবক্ষেত্রে সঙ্গে করে নিয়ে যাতায়াত করতে হবে না, সেই কারনে হোটেল চেক-ইন, সিম অ্যাক্টিভেশন বা ব্যাংক KYC-র ক্ষেত্রে এখন থেকে আর ঝক্কি পোহাতে হবে না। পরিবার ব্যবস্থাপনা সহজ হবে, সকলের তথ্য এক ফোনে থাকবে। নির্বাচিত শেয়ারিং ব্যক্তিগত তথ্য প্রকাশ করবে না।
দেখুন খবর:







