ওয়েব ডেস্ক : পার্ক স্ট্রিটের (Park Street) হটেলে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। জানা গিয়েছে, ওড়িশা (Odisha) থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। দুই অভিযুক্তের নাম শক্তিকান্ত বেহরা ও সন্তোষ বেহরা। কী কারণে এই খুন? তা অভিযুক্তদের জেরা করে জানা চেষ্টা করছে পুলিশ।
গত ২৪ অক্টোবর পার্ক স্ট্রিটের (Park Street) রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলের রুম থেকে রাহুল লাল নামে এক যুবকের দেহ উদ্ধার করেছিল পুলিশ। খাটের ভিতরে থেকে উদ্ধার হয়েছিল ওই যুবকের দেহ। তা নিয়ে চাঞ্চল্য ছড়য়েছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছিল, গত ২২ অক্টোবর রুমটি ভাড়া নিয়েছিল তিন যুবক। এর পর এক যুবক সেখান থেকে বেরিয়ে যায়। রাতে ফিরে আরও এক যুবকের সঙ্গে সঙ্গে সেও বেরিয়ে যায়।
আরও খবর : মন্থা’র ল্যান্ডফলের পর সকালে এ কী অবস্থা? দেখুন এই ভিডিও
এর পরেই ২৪ অক্টোবর অন্য এক ব্যক্তি রুমটি ভাড়া নিয়েছিলেন। তিনি রুমে ঢুকে পচাগন্ধ পেলে, হোটেল কর্মীদের খবর দেন। তার পরেই বক্সখাটের মধ্যে থেকে যুবকের দেহ উদ্ধার হয়। এর পরেই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের প্রথমিক রিপোর্টে জানা যায়, রাহুলকে খুন করা হয়েছে শ্বাসরোধ করে।
তার পরেই বাকি দুই অভিযুক্তের খোঁজে তদন্তে নাম পুলিশ (Police)। গোপন সূত্রে খবর পেয়ে, ওড়িশা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে খুনের কারণ জানা চেষ্টা চালানো হচ্ছে বলে খবর। পাশাপাশি, তাঁদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি নি সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন অন্য খবর :



