Tuesday, November 18, 2025
HomeScrollপ্রিয়াঙ্কার 'বারাণসী' লুক দেখে মুগ্ধ নিক জোনাস
Priyanka Chopra

প্রিয়াঙ্কার ‘বারাণসী’ লুক দেখে মুগ্ধ নিক জোনাস

প্রিয়াঙ্কার দেশি লুকে মুগ্ধ নিক থেকে নেটপাড়া

কলকাতা: মহেশ বাবুকে কেন্দ্র করে তৈরি এস. এস. রাজামৌলী (S.S. Rajamouli) নতুন ছবি ‘বারাণসী’। রাজামৌলির ছবি ‘বারাণসী’র (S.S. Rajamouli Upcoming Film Varanasi) হাত ধরে পুনরায় ভারতীয় ছবিতে কামব্যাক করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন পরিচালক এস. এস. রাজামৌলী (S.S. Rajamouli)। সদ্যই এই ছবির নাম এবং টিজার প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেখানে হাজির ছিলেন দেশি গার্লও প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। আদ্যোপান্ত দেশি লুকে এদিন হায়দরাবাদের এই অনুষ্ঠানে নজর কাড়েন তিনি। এরপর ভাইরাল হল তাঁর একটি অদেখা ভিডিও। অনুষ্ঠানে প্রিয়াঙ্কার দেশি লুকে মুগ্ধ নিক থেকে নেটপাড়া।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

 প্রিয়াঙ্কা চোপড়া নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ‘বারাণসী’ ছবির শেষ ইভেন্টের বিহাইন্ড দ্য সিন ক্লিপ। সেখানেই ভিডিওর একদম শুরুতেই দেখা যাচ্ছে অভিনেত্রী তেলুগু ভাষায় সংলাপ মুখস্থ করছেন। প্রিয়াঙ্কার পোস্ট করা ভিডিওতে তাঁকে সাদা রঙের মাস্ক পরে তাঁকে তাঁর বক্তব্যের সারাংশ লিখে রাখতে দেখা যাচ্ছে। তিনি ইভেন্টের আগে রীতিমত নার্ভাস হয়ে পড়েন। অভিনেত্রী নিজেই এদিন জানান, সিনেমায় তেলুগু বলার তুলনায়, দর্শকদের সামনে তেলুগু ভাষায় কথা বলা বেশি চাপের।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

 আরও পড়ুন:ছবি হিট, সপরিবারে স্বর্ণমন্দিরে কোয়েল

দীর্ঘ সময় পরে ভারতীয় সিনেমায় প্রিয়াঙ্কি চোপড়া (Priyanka Chopra)। ‘বারাণসী’-র ইভেন্টের মঞ্চে প্রিয়ঙ্কাকে দেখে উপস্থিত সকলেই মুগ্ধ। তিনি এমন এক দেশি সাজ বেছে নিয়েছিলেন, যা মুহূর্তে দর্শকদের মন জয় করে নেয়। পুরো লুকে তাঁর সৌন্দর্য যেন আলাদা ঔজ্জ্বল্যে ধরা দেয়। সোশ্যাল মিডিয়ায় চোখধাঁধানো সেই সাজের ছবি ইতিমধ্যেই ভাইরাল। ছবিতে দেখা যায়, তিনি আইভরি রঙের লেহেঙ্গা পরেছেন, সঙ্গে মানিয়ে নেওয়া ব্লাউজ। লেহেঙ্গার সঙ্গে মিলিয়ে রয়েছে সোনালি বর্ডার করা ওড়না। পোশাকের পাশাপাশি নজর কাড়ে তাঁর গয়নায় ভরা সাজ। গলায় লেয়ার্ড গোল্ড চোকার, লম্বা হার, বড় দুল। সব মিলিয়ে সাজে ছিল ঐতিহ্যের ছোঁয়া। কপালে মানানসই মঙ্গলসূত্রের টিকলি। প্রিয়ঙ্কার এই লুক দেখে অনুরাগীদের প্রশংসার বন্যা বইছে। অন্য ছবিতে মহেশ বাবুর সঙ্গে কালো ট্রান্সপারেন্ট শার্ট পরে পোজ দিতে দেখা গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

 অন্য খবর দেখুন

Read More

Latest News