ওয়েব ডেস্ক: দেশের শিক্ষা প্রতিষ্ঠান , হাসপাতাল, বাস স্ট্যান্ড, ডিপো সহ জনবহুল একাধিক জায়গা থেকে পথ কুকুরদের সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বলা হয়েছে— তাদের আওতায় থাকা সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ এবং সরকারি অফিসগুলির তালিকা তৈরি করতে হবে। জেলা প্রশাসকরা (ডিএম) নিশ্চিত করবেন, এই জায়গাগুলিতে সীমানা প্রাচীর ও নিরাপত্তা ঘেরা থাকবে, যাতে পথকুকুর প্রবেশ করতে না পারে। তবে, এবার পথ কুকুরদের জন্য শেল্টারের ব্যবস্থা করার দাবি জানিয়েছে সক্রিয়কর্মীরা।
স্কুল ক্যাম্পাস এবং অন্যান্য জনবহুল এলাকা থেকে পথকুকুরদের অপসারণের সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিবাদে, পশুপ্রেমীরা শুধু তাড়ানোর বদলে কুকুরদের জন্য আরও বেশি আশ্রয় কেন্দ্র (shelters) এবং বৈজ্ঞানিক সমাধান, যেমন বন্ধ্যাকরণ ও টিকাকরণের দাবি করছেন। তাদের মতে, কুকুরদের শুধু বিতাড়িত না করে, আরও মানবিক ও দীর্ঘস্থায়ী সমাধানের প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট, প্রহর গুণছে বিহার
পশুপ্রেমীদের দাবি ও প্রতিবাদের কারণ..
- আশ্রয় কেন্দ্রের অভাব: কুকুরদের অপসারণ করে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হলেও, বিদ্যমান আশ্রয় কেন্দ্রগুলো পর্যাপ্ত নয় বলে অনেকেই মনে করেন।
- মানবিক সমাধান: পশুপ্রেমীরা শুধু কুকুরদের তাড়ানোর বদলে নির্বীজন (sterilization) এবং টিকাকরণের মতো পদ্ধতিগুলোর উপর জোর দিচ্ছেন, যা কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করবে।
- দীর্ঘদিনের সহাবস্থান: স্কুল ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে থাকা কুকুরদের সরিয়ে নিলে তাদের এবং মানুষের মধ্যে গড়ে ওঠা সহাবস্থান নষ্ট হবে বলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষও আশঙ্কা প্রকাশ করেছে।
দেখুন খবর:







