ওয়েব ডেস্ক : অবশেষে টস জিতল ভারত (India)। পর পর ২০টি টস হারের পর বিশাখাপত্তনমে টস (Toss) জিতলেন অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। এর আগে ২০২৩ সালের ১৫ নভেম্বর শেষ বার টস জিতেছিলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। এদিন দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে তথা সিরিজের শেষ ম্যাচ খেলবে ভারত। তিন ম্যাচের এই সিরিজে দুই দল জিতেছে একটি করে ম্যাচ। ফলে আজকের ম্যাচ কে জেতে সেই দিকেই নজর থাকবে সকলের।
বিশাখাপত্তনমে তৃতীয় এদিনের ম্যাচে টসে জিতে ব্যাটিয়ের সিদ্ধান্ত নিয়েছেন কে এল রাহুল। ফলে প্রথম দুই ম্যাচে প্রথম ব্যাটির করার পর, তৃতীয় ম্যাচে রান চেস করবে টিম ইন্ডিয়া (Team India)। রাঁচিতে প্রথম ম্যাচে ৩৪৮ রান করেছিল ভারত। তবে মাত্র ১৭ রানে সেই ম্যাচ জেতে ভারত। এর পর দ্বিতীয় একদিনের ম্যাচে ৩৫৮ রান করেছিল ভারত। কিন্তু এত রান করার পরেও, ম্যাচ বাঁচাতে পারেনি ব্লু ব্রিগেড। কারণ একটাই, সেটি হল ভারতের বাজে বোলিং। এই কারণেই সেই ম্যাচ হারতে হয়েছে।
🚨 Toss 🚨#TeamIndia have won the toss and elected to field first.
Updates ▶️ https://t.co/HM6zm9o7bm#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/vYNPSa1iKF
— BCCI (@BCCI) December 6, 2025
আরও খবর : বিশাখাপত্তনমেও বিশ্বরেকর্ডের হাতছানি! বিরাটের দরকার ৯০ রান
তবে আজ কেমন পারফর্ম করে ভারত সেদিকে নজর থাকবে সকলের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। যার ফলে একদিনের ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি। তিনি একদিনের ক্রিকেটে মোট ৫৩টি সেঞ্চুরি করেছেন। আর সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে তাঁর শতরানের সংখ্যা ৮৪। তবে বিশাখাপত্তনমে তাঁর ব্যাট থেকে তৃতীয় সেঞ্চুরি দেখার জন্যও মুখিয়ে রয়েছেন ভক্তরা।
আজকের ম্যাচে ভারতীয় দলে একটি চেঞ্চ করা হয়েছে। সিরিজ জয়ের মুখে দাঁড়িয়ে ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে তিলক বর্মাকে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার দলেও দু’টি চেঞ্জ রয়েছে। বসানো হয়েছে নানদ্রে বার্গার ও টনি দে জর্জি-কে। তাঁদের জায়গায় দলে এসেছেন, রায়ান রিকলটন এবং অ্যাটিল ভার্টম্যান।
দেখে নেওয়া যাক ভারতের প্রথম একাদশ
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, লোকেশ রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ।
দক্ষিণ আফ্রিকার একাদশ
রায়ান রিকেল্টন, কুইন্টন ডি কক (ডব্লিউ), টেম্বা বাভুমা (সি), ম্যাথিউ ব্রিটজকে, এইডেন মার্করাম, ডিওয়াল্ড ব্রেভিস, মার্কো জানসেন, করবিন বোশ, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, ওটনিল বার্টম্যান
দেখুন অন্য খবর :







