কলকাতা: এবছর প্রজাতন্ত্র দিবসে (Republic Day 2025) রেড রোডের কুচকাওয়াজে বিশেষ আকর্ষণ হয়ে উঠল ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুর’-এ (Operation Sindoor) ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র। যে অস্ত্রের সাহায্যে শত্রুপক্ষ পাকিস্তানের একাধিক ড্রোন আকাশেই গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, সেই একই প্রযুক্তি প্রথমবারের মতো প্রকাশ্যে প্রদর্শিত হল রাজ্যের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে।
সেনা সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে সীমান্তে পাকিস্তানের পক্ষ থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি ও হামলার চেষ্টা বাড়ছিল। ‘অপারেশন সিন্দুর’-এর আওতায় ভারতীয় বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই ড্রোন হামলা প্রতিহত করে। উন্নত রাডার ব্যবস্থা ও নিখুঁত নিশানার মাধ্যমে একের পর এক পাকিস্তানি ড্রোন ধ্বংস করা হয়, ফলে শত্রুপক্ষের পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়।
আরও পড়ুন: যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজে অবৈধ অধ্যক্ষ অপসারণে ব্যর্থ প্রশাসন
রেড রোডে কুচকাওয়াজ চলাকালীন ওই অস্ত্র প্রদর্শনের মুহূর্তে দর্শকসারিতে উপস্থিত সাধারণ মানুষ ও বিশিষ্ট অতিথিদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই দাঁড়িয়ে হাততালি দিয়ে ভারতীয় সেনার সাহস ও প্রযুক্তিগত সক্ষমতাকে কুর্নিশ জানান। কুচকাওয়াজে অংশ নেওয়া সেনা আধিকারিকদের মতে, এই প্রদর্শনের মাধ্যমে দেশের প্রতিরক্ষা শক্তি ও প্রস্তুতির বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ড্রোন যুদ্ধ আধুনিক যুদ্ধনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সেই ক্ষেত্রে ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্য ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে। রেড রোডের কুচকাওয়াজে সেই অস্ত্রের প্রদর্শন শুধু শক্তির প্রদর্শনই নয়, বরং শত্রুপক্ষের প্রতি স্পষ্ট বার্তা—ভারত তার আকাশসীমা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। এই বছরের কুচকাওয়াজ তাই দেশপ্রেমের পাশাপাশি ভারতীয় সেনার আধুনিক সক্ষমতার এক শক্তিশালী নিদর্শন হয়ে রইল।







