Tuesday, January 20, 2026
HomeScrollইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করে অনুরাগীদের নজর কাড়লেন ঋতাভরী
ritabhari_chakraborty

ইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করে অনুরাগীদের নজর কাড়লেন ঋতাভরী

সুইমিংপুলে নামার আগে তার সেই ভিডিও

ওয়েব ডেস্ক: ফের দর্শক হৃদয়ে ঝড় তুললেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। কাজ ছাড়াও নানান কারণে প্রায়শই খবরে থাকেন নায়িকা। কখনও ব্যক্তিগত ফটোশ্যুট বা কখনও ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে আসেন তিনি। এবারও এক ভিডিও পোস্ট করে নজর কাড়লেন নায়িকা। দেখে নেব সেই ছবি…

ঋতাভরী চক্রবর্তী মানেই নিত্যনতুন স্টাইল আর খোলামেলা পোশাক থেকে শাড়ির কালেকশন। সম্প্রতি, ইন্সটাগ্রামে ঋতাভরী চক্রবর্তীর এক ভিডিও দেখে চোখ সরছে না পুরুষ ভক্তদের। দেখা যাচ্ছে, সুইমিংপুলে নামার আগে তার সেই ভিডিও। তার পরনে নীল বিকিনি। রোদের সামনে দাঁড়িয়ে খোলা মেলা পোশাকে তার সেই ঝলক একেবারে চোখ ধাঁধানো। দেখা গেল বিকিনির সঙ্গে গলায় স্কার্ফ না জড়িয়ে স্টাইল ধরে রেখে স্কার্ফ জড়ালেন কোমড়ে। শুধু তাই নয়, ওপেন হেয়ার আর তার চেখের চাহনী দেকে কার্যত ঘায়েল অনুরাগীরা।

আরও পড়ুন: 

Read More

Latest News