Tuesday, August 26, 2025
HomeScroll‘উনি কেন পাঁচিল টপকে ছিলেন’, জীবনকৃষ্ণের গ্রেফতারি নিয়ে বিরাট মন্তব্য সায়নীর

‘উনি কেন পাঁচিল টপকে ছিলেন’, জীবনকৃষ্ণের গ্রেফতারি নিয়ে বিরাট মন্তব্য সায়নীর

সায়নী ঘোষের নেতৃত্বে তৃণমূলের মিছিল

বসিরহাট: সায়নী ঘোষের (Sayani Ghosh) নেতৃত্বে তৃণমূলের (TMC) মিছিল। ২৮ অগাস্ট তৃণমূলের ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। তার আগেই বাদুড়িয়ায় (Baduria) প্রস্তুতি মিছিলে সায়নী (Sayani Ghosh)। এদিন ১৮ নম্বর বাসস্ট্যান্ড থেকে প্রায় দু কিলোমিটার মিছিল করে বাদুড়িয়া চৌমাথায় মিছিল শেষ হয়। মিছিল থেকে সায়নী ঘোষ (Sayani Ghosh) জীবনকৃষ্ণের (Jibankrishna Saha) মন্তব্য নিয়ে বিরাট মন্তব্য করলেন।

প্রসঙ্গত, সোমবার ইডির (Enforcement Directorate)  হাতে গ্রেফতার হয় জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)। সিবিআইয়ের (CBI) পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির (ED) হানা। এদিন পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন জীবনকৃষ্ণ, এমনটাই দাবি ইডির। তবে সেই ছক ভেস্তে দিয়েছেন ইডি আধিকারিকরা। পরে ফের গ্রেফতার করা হয় তাঁকে। তাঁর ৬ দিনের ইডি হেফাজত। তবে এদিন এই বিষয়ে বিরাট মন্তব্য় করেছেন সায়নী ঘোষ। সায়নী বলেন, ‘তিনি কেন পাঁচিল টপকাতে গিয়েছিলেন সেটা তিনিই জানেন’।

আরও পড়ুন: ফের জীবনকৃষ্ণের বাড়িতে ইডি

এদিনের মিছিলে সায়নী ঘোষ ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি-বুরহানুল মুকাদ্দেম। চেয়ারম্যান-সরোজ ব্যানার্জি সহ একাধিক নেতৃত্ব । মিছিল শেষে একটি সভাও অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে।

দেখুন খবর: 

Read More

Latest News